More
    Homeঅনান্যLadakh Turtuk লাদাখের তুরতুক সেক্টরে নুবরায ভয়াবহ দুর্ঘটনা।

    Ladakh Turtuk লাদাখের তুরতুক সেক্টরে নুবরায ভয়াবহ দুর্ঘটনা।

    Today Kolkata:- লাদাখের তুরতুক (Ladakh Turtuk) সেক্টরে নুবরায ভয়াবহ দুর্ঘটনায়নদীতে পড়ে গিয়েছিল সেনাবাহিনীর বাস, শহীদ হয়েছিল ৭ জাওয়ান। আহত হন ১৯ জন। শহীদ জাওয়ানের মধ্যে রয়েছে পশ্চিমবাংলার খড়গপুর টাউন থানার অন্তর্গত বারবেটিয়া এলাকার বাসিন্দা আর্মি জাওয়ান বাপ্পা খুটিয়া। বাপ্পা কুটিয়ার দেহ রবিবার দুপুরে নিয়ে আসা হল খড়গপুর টাউন থানার অন্তর্গত বারাবেটিয়া এলাকার নিজের বাড়িতে৷ শুক্রবার গভীর রাত্রে বাড়িতে খবর পৌঁছতেই শোকের ছায়া নেবে আছে খুটিয়া পরিবার সহ গোটা খড়গপুর শহর জুড়ে৷ গত ২৭ এপ্রিল বাড়ি থেকে ছুটি কাটিয়ে আর্মি ক্যাম্পে ফিরে যায় সে৷ গুজরাট থেকে সিয়াচেনে পোস্টিং হয় তাঁর। সিয়াচেন যাওয়ার পথে সেনাবাহিনীর গাড়িটি ধ্বস নামার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে গিয়ে ৭ সেনা জাওয়ান শহীদ হয়েছিল।

    । আহত হয়েছিলেন ১৯ জন। শহীদ বাপ্পা খুটিয়ার ১১ মাসের একটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে৷ শহীদ জওয়ানের মৃতদেহ রবিবার দুপুরে পৌঁছালো নিজের বাড়িতে৷ বাপ্পা খুটিয়ার বাবা প্রাক্তন আরপিএফ জাওয়ান সুকুমার খুটিয়া। তিনি বলেন-” ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছেলের মৃত্যু হয়েছে৷ আমি গর্বিত। আমার ছেলে সহ সকল শহীদদের জন্যই আমি গর্বিত৷ আমি নিজে হাতে ছেলেকে তৈরি করেছিলাম। দেশের জন্য প্রাণ দিয়েছে৷ অন্যান্যদের অভিভাবকদেরও একইভাবে গর্বিত হওয়ার সাথে সাথে সমবেদনা জানাবো। আমি জাওয়ানের নিথর মৃত দেহ বাড়িতে আসার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শহীদ জাওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে বহু সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন রবিবার সকাল থেকেই।

    Ladakh Turtuk লাদাখের তুরতুক সেক্টরে নুবরায ভয়াবহ দুর্ঘটনা।

    MORE NEWS – Ladakh লাদাখে এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 7 জওয়ান প্রাণ হারালেন।

    Today Kolkata:- লাদাখে (Ladakh) এক ভয়ংকর বাস দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর 7 জওয়ান প্রাণ হারালেন। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও 19 জন জওয়ান। তাঁদের পরিস্থিতি বেশ সংকটজনক বলে বলা হয়েছে। শুক্রবার লাদাখে একটি সামরিক বাসে 26 জন জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছিল। লাদাখের কাছে সিয়াচেন অঞ্চলে তুর্তুক জেলায় ঘটে দুর্ঘটনাটি। বাসের চাকা হঠাৎ করেই স্লিপ করে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে প্রায় 60 ফুট নিচে সিয়ক নদীর ওপর পড়ে যায়। শুরু হয় উদ্ধারকাজ। মোট 26 জন জওয়ান ছিলেন ঐ বাসে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments