More
    Homeঅনান্যMadan Mitra (MLA) কামারহাটিতে বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দিলেন দুষ্কৃতীদের।

    Madan Mitra (MLA) কামারহাটিতে বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দিলেন দুষ্কৃতীদের।

    Today Kolkata:- Madan Mitra (MLA) কামারহাটিতে মদ্যপ অবস্থায় আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায় বেশ কয়েকজন ব্যবসায়ীদের ওপর । স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় অস্ত্র সহ এসে আড়িয়াদহর ষষ্ঠীতলা এলাকায় দোকানদারদের লক্ষ্য করে মারধর করতে থাকে। এমনকি একটি দোকানের ভিতর ঢুকে বেশ কয়েকজন ব্যবসায়ীদের মারধর করা হয়। আড়িয়াদহ ষষ্ঠীতলা এলাকার মোড় জুড়ে বেশ কয়েকটি বেকারি ব্যবসার কারখানা রয়েছে। কারখান ার কর্মীদের উপর হামলা করে বেশ কয়েকজন দুষ্কৃতি। আচমকাই অস্ত্রসহ দুষ্কৃতিদের হামলার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনা জেনে আহত হয়েছেন আনুমানিক ২৪ থেকে ২৫ জন স্থানীয় দোকানদার থেকে শুরু করে ব্যবসায়ী। এদের মধ্যে চারজন গুরুতর ভাবে আহত হয়েছে। এলাকার দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা রীতিমত আতঙ্কে দিন কাটাচ্ছেন।

    আর এর খবর পেয়ে ঘটনাস্থালে ছুটে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র Madan Mitra (MLA)। ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি নিজে। শোনেন তিনি এলাকার ব্যবসায়ীদের সমস্ত অভিযোগ । দোষীদের সনাক্ত করে দ্রুত শাস্তির দাবি তুলে পুলিশ প্রশাসনের সাথেও কথা বলেন তিনি ফোনে। এলাকা জুড়ে নজরদারি রাখার জন্য পুলিশের কাছে আবেদন করেন বিধায়ক মদন মিত্র। সাথে ছিলেন আরিয়াদহ ষষ্ঠী তলা বেকারী ইউনিয়নের সভাপতি কালাম উদ্দিন আনসারী, কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপাংশু ঘোষাল। দুষ্কৃতদের উদ্দেশ্য করে কড়া ভাষায় হুশিয়ার দিলেন বিধায়ক মদন মিত্র। কামারহাটি থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি।

    Madan Mitra (MLA) কামারহাটিতে বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দিলেন দুষ্কৃতীদের।

    PM Narendra Modi নমোর জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা মমতা, অভিষেকের।

    MORE NEWS – নেপালে ভারী বৃষ্টির জেরে ভূমি ধস, নিহত ১৭, আহত ১১।

    নেপালে (Nepal state) ভারি বৃষ্টির কারণে ভূমিধসের কারণে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। জখম হয়েছেন আরও ১১ জন। নিখোঁজ ছয় জন। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। নেপাল পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কার্কি শনিবার জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে ৪৫০ কিলোমিটার দূরে আচ্ছাম জেলায় কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। অবিরাম বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে একাধিক বাড়িঘরের ওপর মাটি চাপা পড়ে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments