More
    Homeঅনান্যCold Field Experss আগামী বছর থেকে আর নয়, কোল্ডফিল্ড এক্সপ্রেসে এটাই ছিল...

    Cold Field Experss আগামী বছর থেকে আর নয়, কোল্ডফিল্ড এক্সপ্রেসে এটাই ছিল শেষ বিশ্বকর্মা পুজো৷

    Today Kolkata:- Cold Field Experss যেখানেই যন্ত্রপাতির সৃষ্টিকর্ম সেখানেই পূজিত হন দেবশিল্পী বিশ্বকর্মা। শনিবার রাজ্যজুড়ে ধুমধাম করে বিশ্বকর্মার আরাধনা করা হয়েছে। মণ্ডপ করে চলে এই পূজাচ্চর্না। তবে প্রায় বছর ২৫ আগে অভিনব উপায়ে বিশ্বকর্মা পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধানবাদ হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। চলন্ত ট্রেনের মধ্যেই বিশ্বকর্মার পুজোর আয়োজন করে আসা হয় প্রত্যেক বছর। এই বছরেও তার বদল ঘটেনি৷ কিন্তু ২৫ বছরের রেওয়াজে এবারই ইতি৷ আগামী বছর থেকে কোল্ডফিল্ড এক্সপ্রেসে আর বিশ্বকর্মার আরাধনা করা হবে না। পুজো উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, ১৯৯৮ সাল থেকে এইভাবে ট্রেনেই চলে আসছে পুজো৷ সেই ধারাকে বজায় রেখে প্রতি বছরই ধানবাদ থেকে হাওড়াগামী কোল্ডফিল্ড এক্সপ্রেসের একদল যাত্রী ট্রেনের মধ্যেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেন৷

    ট্রেনের কামরার মধ্যেই নিয়ে আসা হয়েছিল বিশ্বকর্মার মূর্তি৷ ধুমধাম করে সাজানো হয়েছিল গোটা কামরা৷ বাদ যায়নি ঢাকিও৷ হাওড়াগামী ট্রেনের কামরার ভিতরেই তখন এক টুকরো বিশ্বকর্মার মণ্ডপের পরিবেশ এক অন্য মাত্রা এনেছিল৷ মন্ত্রোচ্চারণ করে যাবতীয় আচার রীতি মেনেই সম্পন্ন হয় পুজো৷ বিশ্বকর্মা পুজোয় মেতে ওঠেন সকলে। সবশেষে প্রসাদ বিতরণ৷ কিন্তু এত আনন্দের মধ্যেও পুজো উদ্যোক্তাদের কন্ঠে শোনা গেল হতাশার সুর। তাঁরা জানিয়েছেন, আগামী বছর থেকে আর কোলফিল্ড এক্সপ্রেসে বিশ্বকর্মা পুজো করা হবে না। কারণ, হাওড়া পৌঁছনোর পর এই কোল্ডফিল্ড এক্সপ্রেসের ট্রেনের রেকটিই শান্তিনিকেতন এক্সপ্রেস হিসেবে রওনা দেয়৷ তাই ট্রেনের কামরার ভেতরে পুজো করলে নিত্যযাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হন।

    Cold Field Experss আগামী বছর থেকে আর নয়, কোল্ডফিল্ড এক্সপ্রেসে এটাই ছিল শেষ বিশ্বকর্মা পুজো৷

    Appointment letter আরও ৭০০০ চাকরির নিয়োগপত্র! আজ খড়গপুরে একাধিক শিলান্যাস।

    Uttarakhand poison wine ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু ৭ জনের।

    Baguihati case বাগুইআটি-তদন্তে গাফিলতির অভিযোগ মমতার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মমতা।

    Madan Mitra (MLA) কামারহাটিতে বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দিলেন দুষ্কৃতীদের।

    তাই পুজো উদ্যোক্তারা নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে জানিয়েছেন এর পরের বছর থেকে আর বিশ্বকর্মা পুজো হবে না এই চলন্ত ট্রেনে। সবমিলিয়ে এই সিদ্ধান্ত৷ তাই পঁচিশ বছরেই ইতি পড়ল কোল্ডফিল্ড এক্সপ্রেসের বিশ্বকর্মা পুজোয়৷ কিন্তু এই বছর হয়েছে। তাই সেই আনন্দে গা ভাসালেন যাত্রীরা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments