More
    Homeঅনান্যWeather update Mahalaya মহালয়ার আগে ফের দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    Weather update Mahalaya মহালয়ার আগে ফের দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    Today Kolkata:- Weather update Mahalaya আর মাত্র দিন কয়েক পরেই দুর্গাপুজো। কিন্তু তার আগে কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি। মহালয়ার আগে ফের বঙ্গে দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই মুহূর্তে পূর্ব -মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যেটি ২০ সেপ্টেম্বর নাগাদ কিছুটা পশ্চিম দিকে এসে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে মূলত ওড়িশাতে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।এর পাশাপাশি বাঙলার দক্ষিণবঙ্গের ওপরেও কিছুটা প্রভাব থাকতে পারে। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

    আগামী তিন চারদিন রাজ্যে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে প্রশাসন। ২১ এবং ২২ সেপ্টেম্বর মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

    Weather update Mahalaya মহালয়ার আগে ফের দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    MORE NEWS – সোমবার রানি এলিজাবেথের অন্ত্যেষ্টি, লন্ডনে রাষ্ট্রপতি মুর্মু।

    সোমবার ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের (Rani Elizabeth) রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তাঁর অন্ত্যেষ্টিতে যোগ দিতে লন্ডন পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার বাকিংহাম প্যালেসে বিশেষ এক প্রার্থনাসভার আয়োজন করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার রানি এলিজাবেথের শেষকৃত্যের জন্য লন্ডনে পৌঁছবেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারী আরও কয়েকজন নেতা হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, CONTINUE READING

    MORE NEWS – কামারহাটিতে বিধায়ক মদন মিত্র হুঁশিয়ারি দিলেন দুষ্কৃতীদের।

    কামারহাটিতে মদ্যপ অবস্থায় আচমকাই দুষ্কৃতীরা হামলা চালায় বেশ কয়েকজন ব্যবসায়ীদের ওপর । স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় অস্ত্র সহ এসে আড়িয়াদহর ষষ্ঠীতলা এলাকায় দোকানদারদের লক্ষ্য করে মারধর করতে থাকে। এমনকি একটি দোকানের ভিতর ঢুকে বেশ কয়েকজন ব্যবসায়ীদের মারধর করা হয়। আড়িয়াদহ ষষ্ঠীতলা এলাকার মোড় জুড়ে বেশ কয়েকটি বেকারি ব্যবসার কারখানা রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments