More
    HomeখবরMalbazar Harpa Bun হড়পা বানে স্বজনহারাদের বাড়িতে মুখ্যমন্ত্রী, মিছিলের হুঁশিয়ারি শুভেন্দুর।

    Malbazar Harpa Bun হড়পা বানে স্বজনহারাদের বাড়িতে মুখ্যমন্ত্রী, মিছিলের হুঁশিয়ারি শুভেন্দুর।

    Today Kolkata:- মালবাজারের হড়পা বানের (Malbazar Harpa Bun)জেরে ভয়াবহ বিপর্যয়কে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার মূলত এই উদ্দেশ্যে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই হড়পা বানে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এদিকে বিজেপি সূত্রে খবর, মমতার উত্তরবঙ্গ সফর মিটলেই মালবাজার সফরে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর নেতৃত্বে বড় মিছিল করা হবে। বিজয় দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ির মাল নদীতে আচমকাই হড়পা বান আসে ৷ জলের স্রোতে ভেসে মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ হন আরও অনেকেই। প্রশ্নের মুখে পড়ে প্রশাসনের ভূমিকা ৷ ঘটনার ১২ দিন পর সোমবার উত্তরবঙ্গে পৌঁছোন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সফর শুরু হয় জলপাইগুড়ির মালবাজার থেকে৷ হড়পা বানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারাতে নেমেই তিনি চলে আসেন মালবাজারে স্বজনহারাদের পরিবারে।তাঁদের সঙ্গে কথাও বলেন। এর পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

    এদিকে মালবাজারে ঘটনায় মমতার ক্ষমা চাওয়া দরকার ছিল। একথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু। এবার তিনি স্পষ্ট জানান, মালবাজারে বড় মিছিল হবে। সেই মিছিলে তিনি থাকবেন। মাল নদীতে হড়পা বানে বিসর্জনের সময় বিপর্যয়ের পর সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মাল-সহ উত্তরবঙ্গ সফরে যা যা কথা বলবেন তার জবাব দিতেই আমি সেখানে যাব। দুর্ঘটনার সময় তিনি কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিলেন। ডান্ডি নাচে অংশ নিয়েছিলেন। তখন তাঁর ওখানে একবারও যাওয়ার সময় হল না ! মাল নদীতে দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের কথা এতদিন পর তাঁর মনে পড়ল।’ এরপরই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “দীপাবলি, ছট পুজো আর জগদ্ধাত্রী পুজো পেরিয়ে গেলে, আমি মালে যাব।’ বিজেপি সূত্রে খবর, ৫ নভেম্বর মালবাজারে মিছিল হওয়ার কথা।

    Malbazar Harpa Bun হড়পা বানে স্বজনহারাদের বাড়িতে মুখ্যমন্ত্রী, মিছিলের হুঁশিয়ারি শুভেন্দুর।

    MORE NEWS – আপাতত ইডির হেফাজতেই থাকছেন মানিক।

    প্রাথমিক টেট মামলা থেকে এখনই রেহাই মিলছে না। আপাতত ইডির হেফাজতেই থাকতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইডির গ্রেফতারির বিরুদ্ধে মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি হওয়ার কথা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments