More
    Homeঅনান্যMalda School Bus রাজ্য সড়কের পাশে রাস্তার নীচে উল্টে গেল স্কুল বাস।

    Malda School Bus রাজ্য সড়কের পাশে রাস্তার নীচে উল্টে গেল স্কুল বাস।

    মালদা:- রাজ্য সড়কের পাশে রাস্তার নীচে উল্টে গেল স্কুল বাস (Malda School Bus)। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগাই খুদেদের। শনিবার দুপুর আড়াইটা নাগাদ মালদহে ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায় মালদহ মানিকচক রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। স্কুল বাসটি দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছে প্রায় ৩০ জন। তাদের মধ্যে তেরো জনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহ কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের স্কুল বাসটি। পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা বাসটিতে ছিল। স্কুল থেকে বেড়ানোর পরে রাজ্য সরকারের উপরে ওঠে বাসটি। কিছুটা দূর যাওয়া মাত্র হঠাৎ বাঁদিকে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়।

    কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। গাড়ি থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ থেকে ৪০ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও ট্রাফিক পুলিশের কর্তারা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওম কুমার, বান্টি কুমার সিং, কৌশিক বর্মন, অদ্বৈত রাজ, শুভজিৎ সিং, উজ্জ্বল দাস, বিশাল কুমার ও দেবজিত পাল। জখন পড়ূয়াদের প্রত্যেকেই সপ্তম থেকে দশম শ্রেণীতে পড়াশোনা করে।

    Malda School Bus রাজ্য সড়কের পাশে রাস্তার নীচে উল্টে গেল স্কুল বাস।

    MORE NEWS – পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হুল দিবস উদযাপন।

    পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হুল দিবস উদযাপন কল্যাণী গয়েশপুর সারা পশ্চিমবাংলায় প্রতি বছরের ন্যায় এবারও আদিবাসীদের হুল দিবস পালন করা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম আন্দোলন ফুল আন্দোলনের , সেটাকে স্মরণীয় করে রাখতেই এই অনুষ্ঠান তাছাড়া গয়েশপুর অনেক আদিবাসী সম্প্রদায় মানুষ আছে তাই এই জায়গা কে নির্দিষ্ট করা হয়েছে আজকের অনুষ্ঠানের এবং আদিবাসী যাতে এগিয়ে যায় তার জন্য শিক্ষা দরকার। CONTINUE READING

    MORE NEWS – মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগেই তৎপর প্রশাসন।

    মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর (Purba Medinipur Egra) জেলা সফরের আগেই তৎপর প্রশাসন। ভূমিহীনদের দেওয়া হল পাট্টা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক ভূমি সংস্কার দফতরের উদ্যোগে আয়োজিত হয় পাট্টা বিলি। ব্লক প্রশাসন সূত্রের খবর, এ দিন এগরা-১ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের মোট ৫৯ জন ভূমিহীনদেরকে পাট্টা এবং জমির রেকর্ড তুলে দেওয়া হয়েছে। তবে পাট্টা পেয়ে উপভোক্তারা খুবই আপ্লুত। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments