More
    Homeখবরসাংগঠনিক ভিত মজবুত করাই লক্ষ্য, জানুয়ারিতে ত্রিপুরা সফরে মমতা-অভিষেক!

    সাংগঠনিক ভিত মজবুত করাই লক্ষ্য, জানুয়ারিতে ত্রিপুরা সফরে মমতা-অভিষেক!

    Today Kolkata:- সর্বভারতীয় স্তরে বিস্তার করাই লক্ষ্য , এবার ত্রিপুরা (Tripura) সফরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানুয়ারির প্রথমে ত্রিপুরায় আসছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব , এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি (TMC President) পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas)।

    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajeev Banerjee) ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ হিসেবে মনোনীত করেছে। ৮৭ জন নেতৃত্বকে নিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য কমিটি (State Committee) , জেলা সভাপতিদের (District President) নাম ঘোষণা করা হয়। পাশাপাশি ১৭ জনকে নিয়ে নির্বাচন কমিটিও (Election Committee) ঘোষণা করা হয়।

    সাংগঠনিক ভিত মজবুত করাই লক্ষ্য , জানুয়ারিতে ত্রিপুরা সফরে মমতা-অভিষেক !

    গঙ্গাসাগর মেলা নিয়ে ২১ ডিসেম্বর বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

    ‘ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য কমিটি সহ অন্যান্য শাখা সংগঠন ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্য কমিটিতে ৮৭ জনকে রাখা হয়েছে। রাজ্যের প্রত্যেকটা ব্লকে আমাদের অবজার্ভার (Objerver) থাকবে। ” জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস (Pijus Kanti Biswas)।

    ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং আশীষ লাল সিংকে (Asish Lal Singh) এই কমিটির সহ চেয়ারম্যান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে (Susmita Dev) নির্বাচন কমিটির সদস্য পদে নিযুক্ত করা হয়েছে। ১০টি জেলার ১০ জন জেলা সভাপতি (District President) এবং দু’টি জেলার দু’ জনকে জেলার চেয়ারম্যান (Chairman) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

    সাংগঠনিক ভিত মজবুত করাই লক্ষ্য, জানুয়ারিতে ত্রিপুরা সফরে মমতা-অভিষেক!

    MORE NEWS – ভারত জোড়ো যাত্রা বন্ধ করতেই কোভিডকে হাতিয়ার করছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের।

    করোনা ভাইরাসের (Covid) নতুন ভ্যারিয়েন্ট এর ধাক্কার বেসামাল চিন (China)। প্রতিবেশী দেশের করোনা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ভারত। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। রাজ্যগুলির সাথে বৈঠক করার পাশাপাশি বেশ কিছু নির্দেশ জারি করেছে কেন্দ্র। যদিও কংগ্রেসের (Congress) দাবি , দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অযথা রাজনীতি করছে বিজেপি (BJP) তথা কেন্দ্রীয় সরকার। ভারত জোড়ো যাত্রার জন্য কংগ্রেসকেও নোটিশ (Notice) পাঠিয়েছে কেন্দ্র (Central Government)। কিন্তু কংগ্রেসের দাবি , বিজেপি (BJP) বিষয়টি ঘিরে ঘিরে রাজনীতি করছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments