More
    Homeখবরসিবিআই-এর হাতে গ্রেফতার আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর, ধৃত স্বামী দীপকও।

    সিবিআই-এর হাতে গ্রেফতার আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর, ধৃত স্বামী দীপকও।

    Today Kolkata:- আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার এবং তাঁর স্বামী দীপক কোচারকে গ্রেফতার করল সিবিআই। আইসিআইসিআই ব্য়াঙ্কের সিইও থাকাকালীন ২০১২ সালে ছন্দা কোচারের বিরুদ্ধে ভিডিওকন গোষ্ঠীকে নিয়ম বহির্ভূত ভাবে ৩২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল ছন্দা কোচারের বিরুদ্ধে। ছন্দা এবং দীপক কোচার ছাড়াও ভিডিওকন গোষ্ঠীর বেণুগোপাল ধূত সহ একাধিক শীর্ষ কর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

    বগটুই-কাণ্ডে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত লালন, ৬ দিনের পুলিশি হেফাজত

    CBI & ED সাতসকালে কলকাতা ও সোদপুরে সিবিআই-ইডির জোড়া হানা।

    সিবিআই-এর হাতে গ্রেফতার আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচর, ধৃত স্বামী দীপকও।

    MORE NEWS – দাপট বাড়াচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট , আগাম সতর্কতায় একগুচ্ছ নির্দেশ কেন্দ্রের।

    আসন্ন করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মাণ্ডব্য। করোনার BF.7 ভ্যারিয়েন্ট এর মোকাবিলায় তৎপর কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রসঙ্গত , গতকাল কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Department) সহ অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি (Narendra Modi)। সেখানেই জনবহুল এলাকায় মাস্ক (Mask) পরা এবং পরীক্ষার (Test) উপর গুরুত্ব দিতে বলেন। দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। বিশেষ করে প্রবীণ এবং অসুস্থ মানুষদের বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেন তিনি। CONTINUE READING

    MORE NEWS – জলীয় বাষ্পের কারণে তাপমাত্রা বৃদ্ধি, বড়দিনে উধাও কনকনে শীত।

    বড়দিনের আগেই শহরবাসীর জন্য খারাপ খবর। কনকনে শীতে পার্ক স্ট্রিটের (Park Street) জনসমুদ্রে ভেসে যাওয়া নয় – বরং উষ্ণ আবহাওয়ায় কাটাতে হতে পারে বড়দিন। কারণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। আগামীকাল শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে (South Bengal)। তাতেই বাড়বে তাপমাত্রা। উত্তুরে হাওয়া থমকে গিয়েছে। যার জেরে শীতের আমেজ কমেছে রাজ্যে। CONTINUE READING

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।

    ”শেষ দেখে ছাড়ব , প্রয়োজনে দিদি অভিষেককে জানাবো” – নিহত লালনের পরিবারকে পাশে নিয়ে বার্তা শতাব্দী রায়।

    জয়ী হয়েছেন স্ত্রী রিভাবা , আনন্দে আত্মহারা হয়ে ঢোল বাজিয়ে , টাকা উড়িয়ে সেলিব্রেট জাদেজার।

    ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি, হবু কনের পরিবারকে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments