More
    Homeখবরদাপট বাড়াচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট , আগাম সতর্কতায় একগুচ্ছ নির্দেশ কেন্দ্রের।

    দাপট বাড়াচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট , আগাম সতর্কতায় একগুচ্ছ নির্দেশ কেন্দ্রের।

    Today Kolkata:- আসন্ন করোনা পরিস্থিতি নিয়ে আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মাণ্ডব্য। করোনার BF.7 ভ্যারিয়েন্ট এর মোকাবিলায় তৎপর কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রসঙ্গত , গতকাল কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Department) সহ অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি (Narendra Modi)। সেখানেই জনবহুল এলাকায় মাস্ক (Mask) পরা এবং পরীক্ষার (Test) উপর গুরুত্ব দিতে বলেন। দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। বিশেষ করে প্রবীণ এবং অসুস্থ মানুষদের বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেন তিনি। চিন , আমেরিকা , জাপানের মতো দেশগুলিতে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার (Central Government)।

    চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখতে অডিট করতে হবে। হাসপাতাল কর্মী, পিএসইউ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ভেন্টিলেশন ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী (Ptime Minister)। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) সমস্ত সাংসদকে (MP) মাস্ক পরে আসার নির্দেশ দেন।

    বাজার, ভিড় বাস, ট্রেন, অনুষ্ঠান বাড়ি কিংবা জমায়েতে মাস্ক পরার পরামর্শও দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister)। ইতিমধ্যেই করোনা (Covid) সংক্রমণ রোধে প্রতি রাজ্যকেই নির্দিষ্ট গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষুধ এবং টিকাও (Vaccine) মজুত রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীকে (Prime Minister) আধিকারিকরা জানান , হাসপাতালে শয্যা সহ অন্য সমস্ত ধরনের পরিকাঠামো প্রস্তুত রয়েছে।

    অভ্যন্তরীন জায়গা , বন্ধ এলাকা বা শীততাপ নিয়ন্ত্রিত ঘরগুলিতে মাস্ক (Musk) পরা বাধ্যতামূলক৷ প্রশাসনকে রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) সতর্কতাও অবলম্বন করতে হবে বলেও জানান।

    দাপট বাড়াচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট , আগাম সতর্কতায় একগুচ্ছ নির্দেশ কেন্দ্রের।

    MORE NEWS – বড়দিনের আগেই বড় উপহার, প্রধানমন্ত্রীর সৌজন্যে রাজ্য পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।

    বড়দিনের আগে বড় উপহার। রাজ্য পাচ্ছে হাওড়া শিলিগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রধানমন্ত্রীর (Prime Minister) সফরে একাধিক রেল প্রকল্প উদ্বোধন হবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন তিনি। আগামী বছর থেকে চালু হচ্ছে হাওড়া-শিলিগুড়ি (Hawrah-Siliguri) বন্দে ভারত এক্সপ্রেস। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments