More
    Homeঅনান্যMartial arts JKS SKAI প্রতিযোগিতায় দুই শিশুকে ব্ল্যাক বেল্ট।

    Martial arts JKS SKAI প্রতিযোগিতায় দুই শিশুকে ব্ল্যাক বেল্ট।

    Today Kolkata:- হুগলির চন্দননগরে দেব মার্শাল আর্ট (Martial arts) অ্যাসোসিয়েশন এবং সবুজের অভিজান ক্লাব যৌথভাবে জেকেএস স্কাই বেল্ট বার্ষিক পরীক্ষার আয়োজন করেছিল। রবিবার উপস্থিত ছিলেন জেকেএস স্কাই পশ্চিমবঙ্গের সভাপতি সেন্সি সূর্য নারায়ণ শেঠ, প্রধান কারিগরি পরিচালক এবং পরীক্ষক জেকেএস এবং স্কাই জাতীয় রেফারি এবং বিচারক কৌশিক বস। এছাড়াও উপস্থিত ছিলেন সেনসি অশোক কুমার, সেক্রেটারি, স্কাই, হাওড়া এবং বিশ্বজিৎ মুখার্জি, প্রাক্তন বিচারক, কেকেএবি সভাপতি। রবিবারের এই প্রতিযোগিতায় দুই শিক্ষার্থীকে ব্ল্যাক বেল্ট পরিয়ে দেওয়া হয়। সম্রাট দাস, অপূর্ব সাও বাচ্চাদের বাবা-মা তাদের সন্তানদের সম্মানিত দেখে খুব খুশি।

    Martial arts JKS SKAI প্রতিযোগিতায় দুই শিশুকে ব্ল্যাক বেল্ট।

    Chandrakona কেন্দ্রের বঞ্চনা বিষয় নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয় চন্দ্রকোনা 2 নং ব্লকে।

    TMC Jubo Congress রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল।

    Siddiqullah Chowdhury ইতি স্টাডি রুম এবং ডিজিটাল লাইব্রেরী উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থ মন্ত্রী মহাশয়।

    MORE NEWS – “শোভনদেব চট্টোপাধ্যায় এর স্লিপ অফ টাং হয়ে গেছে, এই রাজ্যের ল্যান্ড পলিসি নেই, তাই রাজ্যে একটাও শিল্প নেই”।

    ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এর রেয়াপারাতে একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন রাজ্যের ল্যান্ড পলিসি নেই তাই রাজ্যে শিল্প নেই, ৪৫ লক্ষ লোক বাইরের রাজ্যে চলে গেছে এই রাজ্যে কর্মসংস্থান না থাকার জন্যে, ১০ বছরের পরিসংখ্যান ছেড়ে দিন, ১ বছর এ অনেক শিল্প তারিয়েছেন, নৈহাটি,চন্দন নগর ভদ্রেশ্বরএর জুটমিল, CONTINUE READING

    MORE NEWS – ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর মহাশয় সম্বর্ধনা জ্ঞাপন করলেন ডেবরার রাধামোহনপুর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র অয়ন কুমার পালকে।

    আজ ডেবরার (Debra) বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও কর্ম দক্ষতা উন্নয়ন দপ্তরে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর মহাশয় তার বিধায়ক কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন ডেবরার রাধামোহনপুর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র অয়ন কুমার পালকে। অয়ন কুমার পাল এবছর মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছেন। ডেবরা ব্লকের প্রত্যন্ত গ্রামের ছেলে অয়নের সাফল্যের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে সবসময়ই পাসেথাকার কথা বলেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments