More
    HomeখবরMedinipur Jonosova মেদিনীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী, মায়ের আবদারে নামকরণ করলেন শিশু৷

    Medinipur Jonosova মেদিনীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী, মায়ের আবদারে নামকরণ করলেন শিশু৷

    Today Kolkata:- Medinipur Jonosova মেদিনীপুরে জনসংযোগে এসে শিশুর নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেলে মেদিনীপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী (Chief Minister)। এদিন বিকেল নাগাদ কলকাতা থেকে হেলিকপ্টারে করে এসে মেদিনীপুর কলেজ মাঠে পৌঁছন মমতা। নেমেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নানান অভাব অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা। শিশুর মা তার নামকরণ করার আবদার মুখ্যমন্ত্রীর কাছেই রাখেন আর মুখ্যমন্ত্রীও ফেরাননি। নাম দেন সবুজশ্রী৷
    তিনদিনের জঙ্গলমহল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেদিনীপুর জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর পুরুলিয়া (Purulia) পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। পুরুলিয়াতে দুপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করবেন। বৃহস্পতিবার রাতে থাকতে পারেন বাঁকুড়া (Bakura) জেলায়। তিন দিনের এই জেলা সফরে চারটি জেলার সরকারি পরিষেবার প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মমতার (Mamata Banerjee)। কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

    Medinipur Jonosova মেদিনীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী, মায়ের আবদারে নামকরণ করলেন শিশু৷

    Sasthya Sathi ২৫০০ কোটির বদলে বরাদ্দ ২৫১০ কোটি, স্বাস্থ্যসাথীতে ১০ কোটি বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রশ্ন। Tripura Election 2023 ত্রিপুরায় ৬০ আসনে বিধানসভা নির্বাচন, সর্বাধিক সংখ্যক নাগরিককে ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷ MORE NEWS – বিবিসি’র দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’! মোদী সরকারকে নিশানা মমতার। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর দফতরে আয়কর বিভাগের ‘সমীক্ষা’ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে (Narendra Modi Government) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রীর বাজেট পেশের পরে মমতা তাঁর বক্তৃতায় অভিযোগ করেন, মোদীর বিরুদ্ধে সত্য প্রকাশের ‘অপরাধে’ কেন্দ্রের নিশানায় এসেছে বিবিসি। CONTINUE READING MORE NEWS – রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সুর বদল! খুশি চেপে রাখছেন না শুভেন্দু , অন্যদিকে চুপ সুকান্ত। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সুর বদল। রাজ্য বিজেপির দুই সেনাপতির দুই মুখ। খুশি চেপে রাখছেন না শুভেন্দু (Suvendu Adhikari)। আবার প্রতিক্রিয়া এড়াচ্ছেন সুকান্ত (Sukanta Majumdar)। রাজ্যপালের সুর বদলের কৃতিত্ব নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। গত শনিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘ ৪৫ মিনিট বৈঠক করার পর আশ্বস্ত হয়ে ফিরেছিলেন সুকান্ত। CONTINUE READING
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments