More
    Homeঅনান্যMetro rail জোকা থেকে তারাতলা আজ থেকেই শুরু হচ্ছে মেট্রোর মহড়া দৌড়।

    Metro rail জোকা থেকে তারাতলা আজ থেকেই শুরু হচ্ছে মেট্রোর মহড়া দৌড়।

    Today kolkata:- গত দেড় মাস ধরে জোকা থেকে তারাতলার মধ্যে সাড়ে ৬ কিলোমিটার পথে মহড়া দৌড়ের প্রস্তুতি শোনা যাচ্ছিল। অবশেষে সেই দৌড় শুরু হতে চলেছে। অবশেষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মেট্রো র(Metro rail) মহড়া দৌড়। চলতি বছরের অক্টোবরে পরিষেবা শুরু করতে চায় কর্তৃপক্ষ। এদিন সকালে ট্রেন চালানোর আগেও রেকের বিভিন্ন যন্ত্রাংশ এবং লাইন পরীক্ষার কথা জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রথমবার ট্রেনের গতি খুব কম রেখেই মহড়া দেওয়া হবে। আপাতত তিন দিন মহড়া চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে। জোকা থেকে তারাতলা পর্যন্ত এই পরিষেবা শুরুতে ‘ওয়ান ট্রেন সার্ভিস’ ব্যবস্থায় চলবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তাদের মতে, একটি ট্রেন নিয়ে মহড়া দৌড় শুরু হলে সিগন্যালিং ব্যবস্থার প্রয়োজন নেই। মহড়া দৌড় সফল হলে এই একই পদ্ধতি মেনে নতুন এসি রেক আনিয়ে যাত্রী পরিষেবা শুরু করা হবে।

    তবে মেট্রোর পরিষেবায় ডিপোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, রেক রক্ষণাবেক্ষণে উপযুক্ত পরিকাঠামো ছাড়া পরিষেবা শুরু সম্ভব নয়। জমি জটের কারণে ডিপোর নির্মাণ দীর্ঘদিন থমকে ছিল। দীর্ঘ সময় প্রকল্পের কাজ নানা পর্বে ব্যাহত হওয়ায় পরিষেবা শুরুর দিনক্ষন নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছিল। জোকা থেকে তারাতলার মধ্যে মেট্রোর উড়ালপথ নির্মাণ এক দশক ধরে চললেও ডিপো নির্মাণের জমি অধিগ্রহণ গতি পায় ২০১৭ সালের পর থেকে। তার পরেও বহু দিন একবারে জমি না মেলায় ডিপোর নির্মাণ শুরু হয়নি। পরে রাজ্য সরকারের তরফে জমিদাতাদের জন্য বিশেষ ভর্তুকির ব্যবস্থা করে জট ছাড়ানো হয়। চলতি বছরের শুরুতে জমির ৯৫ শতাংশের জট কাটায় ফের পুরোদমে নির্মাণ শুরু হয়েছে।

    Metro rail জোকা থেকে তারাতলা আজ থেকেই শুরু হচ্ছে মেট্রোর মহড়া দৌড়।

    MORE NEWS – পুজোর মুখে রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ।

    বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজো দরজায় কড়া নেড়েছে। ঢাকে কাঠি পড়তে আর দিন কয়েক বাকি। করোনা ভাইরাস (Corona virus) সংক্রমণের কারণে গত দুই বছর ধরে দুর্গাপূজার আয়োজন থেকে শুরু করে সাধারণ মানুষের আনন্দে অনেকটাই রাশ টানতে হয়েছে। তবে চলতি বছর করোনার করার গ্লাস থেকে অনেকটাই মুক্ত হতে পেরেছে বিশ্ববাসী। তাই এবছর উ‍ৎসবে মেতে উঠতে প্রস্তুতি তুঙ্গে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments