More
    Homeঅনান্যCoal scam কয়লাপাচার কাণ্ডে এবার বিজেপি নেতা! জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির।

    Coal scam কয়লাপাচার কাণ্ডে এবার বিজেপি নেতা! জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির।

    Today Kolkata:- কয়লা পাচার (Coal scam) মামলায় এবার নাম জড়াল বিজেপি নেতার। জিতেন্দ্র তেওয়ারিকে তলব করল সিআইডি। সূত্রের খবর, ১৬ সেপ্টেম্বর জিতেন্দ্র তিওয়ারিকে ভবানী ভবনে সিআইডি দফতরে তাঁকে ডাকা হয়েছে। এর পাশাপাশি বাঁকুড়ার বেশ কয়েকজন বিজেপির আরও কয়েকজন নেতাকেও তলব করেছে সিআইডি। এই মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। কয়েকজন পুলিশ অফিসার, যাঁরা ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত খনি অঞ্চলের একাধিক থানায় ছিলেন তলব করা হয়েছিল তাঁদেরও। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার ১৫ জন সহযোগীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। জানা গিয়েছে, এই দুর্নীতির অভিযোগের মামলায় যে ৪১ জনের নামে চার্জশিট দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে ওই ১৫ জনও রয়েছেন

    CID & Panchla পাঁচলা টাকা উদ্ধার কাণ্ডে বিকানির বিল্ডিংয়ে সিআইডি হানা।

    । মঙ্গলবারই তাঁদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে হেভিওয়েট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির তলব বেশ তাৎপর্যপূর্ণ। এমনটাই অনুমান রাজনৈতিক মহলের একাংশের। যদিও নোটিস প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, তাঁর কাছে এখনও কোনও নোটিস এসে পোঁছয়নি। তাই কয়লাপাচার মামলায় তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়েই ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলার শুনানি হয়। এই মামলায় মূল অভিযুক্ত হিসাবে অনুপ মাজি ওরফে লালার নাম উঠে এসেছে একাধিকবার। মামলা নিয়ে সিবিআইয়ের চার্জশিটের পাশাপাশি লালা-সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

    Coal scam কয়লাপাচার কাণ্ডে এবার বিজেপি নেতা! জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির।

    Purba Medinipur Administrative meeting উদ্বোধন ও শিলান্যাসের বন্যা, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক।

    Mamata Banerjee ধ্বংসের রাজনীতি করছে বিজেপি, ওদের বেলুন ফুটো হয়ে গিয়েছে’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    Uttarakhand poison wine ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু ৭ জনের।

    লালার সঙ্গী হিসাবে পরিচিত গুরুপদ মাজি-সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। তিন জন জামিন পেলেও গুরুপদ এখন তিহাড় জেলে বন্দি। অন্যদিকে, এই মামলায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের সরকারি আবাসন-সহ আসানসোল এবং কলকাতায় পাঁচটি বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়েছে সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবার নজর বিজেপি নেতার দিকে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments