More
    Homeঅনান্যজি২০ সম্মেলন নিয়ে ফের বৈঠক মোদী-মমতার।

    জি২০ সম্মেলন নিয়ে ফের বৈঠক মোদী-মমতার।

    Today Kolkata:- সম্প্রতি জি-২০ নিয়ে প্রস্তুতি হিসেবে দেশের সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বদলীয় সেই বৈঠকে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার চলতি সপ্তাহে মোদী-মমতা সাক্ষাৎ হতে চলেছে। আগামী শুক্রবার বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। তবে এবার বৈঠক হবে ভার্চুয়ালি। সব ঠিকঠাক চললে আগামী শুক্রবার ভার্চুয়াল বৈঠকে দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা নরেন্দ্র মোদীর।

    উল্লেখ্য, আগামী বছর ভারতে জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করতে চলেছে ভারত। তার প্রস্তুতি পর্ব হিসেবে সোমবার দিল্লিতে দেশের সব স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তৃণমূল সভানেত্রী হিসেবে হাজির ছিলেন মমতাও। এবার বৈঠক হতে চলেছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। বৈঠকে যোগ দেওয়ার কথা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীরও। শুক্রবার বিকেল পাঁচটায় বৈঠক শুরু হবে। তবে এই বৈঠকের আগে প্রস্তুতি সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করতে বুধবার নবান্নে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব মনীষা সিনহার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব।

    এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই কলকাতার সম্মেলন উপলক্ষ্যে তিন দিনের বিশেষ বৈঠক করা হবে। কলকাতায় ৯-১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনকলিউশন সংক্রান্ত বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। ৮ ও ৯ ফেব্রুয়ারি কলকাতায় বিজ্ঞান গবেষণা সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা। এরপর শিলিগুড়িতে ৩-৫ এপ্রিল অনুষ্ঠিত হবে পর্যটন সংক্রান্ত বৈঠক। এছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আরও বেশ কয়েকবার বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী। জি-টুয়েন্টি সম্মেলন ঘিরে দেশে মোট ২১৯টি বৈঠক হতে পারে।

    জি২০ সম্মেলন নিয়ে ফের বৈঠক মোদী-মমতার।

    MORE NEWS – শীঘ্রই মিলতে পারে ১০০ দিনের বকেয়া অর্থ, রাজ্যকে আশ্বাস কেন্দ্রের। 

    রাজ্যে ১০০ দিনের প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ জানিয়ে আসছেন। এবার এই নিয়ে আশার আলো দেখা গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগেই সম্ভবত ১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ পেতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ফোন করে এ বিষয়ে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ। ফোনে তিনি জানিয়েছেন, সব কাজ ঠিকভাবেই এগোচ্ছে। শীঘ্রই ১০০ দিনের বকেয়া বরাদ্দ পেয়ে যাবে পশ্চিমবঙ্গ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments