More
    Homeঅনান্যMP Arjun Singh পাট শিল্প খোলার দাবিতে অর্জুন সিংহএর মতামত।

    MP Arjun Singh পাট শিল্প খোলার দাবিতে অর্জুন সিংহএর মতামত।

    Today Kolkata:- পাটের শিল্প নিয়ে যে আন্দোলন এ অর্জুন সিংহ (MP Arjun Singh) নেমেছিলেন তার কতগুলো দাবি ছিল মূলত দুটো দাবি রেখেছিলেন তার মধ্যে একটা হাই প্রাইস ক্যাপ সেটা সরিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা ঠিকই বলেছিলাম পাটের উর্ধ্বসীমা তুলে দিতে হবে সেটা জুট কমিশনার মেনে নিয়েছেন। দ্বিতীয়টা হল টেরিফ কমিশন। এই ইস্যুটা যত তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে ততো যে কারখানাগুলো বন্ধ আছে সেটা খোলার মধ্যে অনেকটা সুবিধা পাওয়া যাবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এর জন্য কমিটি বানানো হয়েছে সেই কমিটি কাজ করছে সামান্য হলেও সার্থক হয়েছে পুরো সাকসেস তখনই হবে যখন টারিফ কমিশন lagu হবে। 15-16 টা মিল যে বন্ধ হয়ে আছে সেগুলোর প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়িটি টাকা পাওয়া যাবে। আমলাদের কথা শুনে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আমলাদের ওপর পলিটিক্যাল ডিসিশনটা ছেড়ে দেওয়া হয় এটা ঠিক নয়। যতক্ষণ কমিশনের রিপোর্ট না পাচ্ছি ততক্ষণ আন্দোলন জারি থাকবে।

    প্রথম ধাপ পূর্ণ হয়েছে। অর্জুন সিং দিল্লি যাবার আগে বলেছিলেন রাজ্য বিজেপি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে রাজনীতি করতে চায় গ্রাউন্ড লেভেল এর রাজনীতি করা উচিত ছিল। প্রসঙ্গে তিনি বলেন আমি বিষয়টা দিল্লি কে জানিয়েছি দিল্লির নিজের লেভেলে দেখছে বিষয়টা। অনেকের মুখেই এই কথাটা ছিল কিন্তু কেউ বলছিল না আমি বললাম। সংগঠনের অবস্থা ঠিক নেই এটা আমরা সবাই বুঝতে পারছি বিজিবিকে দাড়াতে হয় তবে সংগঠনকে ঠিক করতে হবে। যারা সংগঠন করতে পারবে তাদের দায়িত্ব দিতে হবে। তাদেরকে অধিকার দিতে হবে। পেনের কালি ভরে দিতে হবে শুধু পেন দিলেই হবে না।

    MP Arjun Singh পাট শিল্প খোলার দাবিতে অর্জুন সিংহএর মতামত।

    MORE NEWS – S.F.I. বৃহস্পতিবার সন্ধ্যায় এসএফআইয়ের মিছিল কান্দিতে।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দির বিশ্রাম তলা এলাকা থেকে কান্দি থানার মোড় পর্যন্ত এসএফআইয়ের (S.F.I) পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হলো। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন এসএফআই (S.F.I) রাজ্য কমিটির সদস্য প্রীতম রুজ, প্রসঙ্গত উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর জুড়ে, CONTINUE READING

    Malda বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments