More
    Homeঅনান্যMalda Ratuya বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দাপটে লণ্ডভণ্ড।

    Malda Ratuya বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দাপটে লণ্ডভণ্ড।

    মালদাঃ- বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দাপটে লণ্ডভণ্ড হয়েগেল রতুয়া (Malda Ratuya) ১ নং ব্লকের বিভিন্ন এলাকা বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ প্রচন্ড বৃষ্টি সঙ্গে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয় মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় রতুয়ার (Malda Ratuya) বিভিন্ন এলাকা ক্ষতি হয়েছে প্রচুর আম। ঝড়ের ফলে পড়ে যায় একাধিক বিভিন্ন গাছ উড়ে গেছে বহু ঘরের টিনের চাল ছিড়ে গেছে বিদ্যুতের তার যার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন রয়েছে রতুয়া ডাকবাংলা সহ একাধিক এলাকা,স্থানীয়রা বলেন বহু বছর পর এরম ঝড় যার কারণে হঠাৎ বুঝে উঠতে পারেনি কি করব না করব ঝড়ের ফলে সকলে আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

    Malda Ratuya বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে দাপটে লণ্ডভণ্ড।

    MORE NEWS – MP Arjun Singh পাট শিল্প খোলার দাবিতে অর্জুন সিংহএর মতামত।

    Today Kolkata:- পাটের শিল্প নিয়ে যে আন্দোলন এ অর্জুন সিংহ (MP Arjun Singh) নেমেছিলেন তার কতগুলো দাবি ছিল মূলত দুটো দাবি রেখেছিলেন তার মধ্যে একটা হাই প্রাইস ক্যাপ সেটা সরিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা ঠিকই বলেছিলাম পাটের উর্ধ্বসীমা তুলে দিতে হবে সেটা জুট কমিশনার মেনে নিয়েছেন। দ্বিতীয়টা হল টেরিফ কমিশন। এই ইস্যুটা যত তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে ততো যে কারখানাগুলো বন্ধ আছে সেটা খোলার মধ্যে অনেকটা সুবিধা পাওয়া যাবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এর জন্য কমিটি বানানো হয়েছে সেই কমিটি কাজ করছে সামান্য হলেও সার্থক হয়েছে পুরো সাকসেস তখনই হবে যখন টারিফ কমিশন lagu হবে। 15-16 টা মিল যে বন্ধ হয়ে আছে সেগুলোর প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়িটি টাকা পাওয়া যাবে। আমলাদের কথা শুনে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। আমলাদের ওপর পলিটিক্যাল ডিসিশনটা ছেড়ে দেওয়া হয় এটা ঠিক নয়। যতক্ষণ কমিশনের রিপোর্ট না পাচ্ছি ততক্ষণ আন্দোলন জারি থাকবে। CONTINUE READING

    Dilip Ghosh নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ।

    Barrackpur ব্যারাকপুর এর বিরিয়ানি দোকানের গুলি ঘটনায়, গ্রেফতার অভিষেক ঝাঁ।

    A.I.M.S.S. মদের বাড়বাড়ন্ত, অসহনীয় মূল্যবৃদ্ধি ও মহিলাদের নির্যাতন বন্ধ করার দাবিতে মিছিল।

    Bangladesh বাংলাদেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে।

    Legal metrology department ও মধ্যমগ্রাম থানার যৌথ অভিযান মধ্যমগ্রামে বাজারে, আটক চারটি ওয়েট মেশিন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments