More
    Homeঅনান্যMalda বকেয়া টাকা চাওয়ায় কাপড় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

    Malda বকেয়া টাকা চাওয়ায় কাপড় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

    মালদা:- বকেয়া টাকা চাওয়ায় কাপড় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে Malda ইংরেজবাজার থানার মিলকি হাসপাতাল মোড় এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই কাপড় ব্যবসায়ী নাম সারফরাজ মৌমিন। বাড়ি ইংলিশবাজার থানার কামালতিপুর এলাকায়। জানা যায় স্থানীয় বাসিন্দা মারাজ আনসারির কাছে ১৭৫ টাকা পেত সারফরাজ মৌমিন। অভিযোগ এদিন সকালে সেই টাকা চাওয়ায় অভিযুক্ত মারাজ আনসারি তার দোকানে চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর ভাবে আহত হয় ওই কাপড় ব্যবসায়ী সারফরাজ মৌমিন। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    Malda বকেয়া টাকা চাওয়ায় কাপড় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

    MORE NEWS – MP Arjun Singh পাট শিল্প খোলার দাবিতে অর্জুন সিংহএর মতামত।

    Today Kolkata:- পাটের শিল্প নিয়ে যে আন্দোলন এ অর্জুন সিংহ (MP Arjun Singh) নেমেছিলেন তার কতগুলো দাবি ছিল মূলত দুটো দাবি রেখেছিলেন তার মধ্যে একটা হাই প্রাইস ক্যাপ সেটা সরিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা ঠিকই বলেছিলাম পাটের উর্ধ্বসীমা তুলে দিতে হবে সেটা জুট কমিশনার মেনে নিয়েছেন। দ্বিতীয়টা হল টেরিফ কমিশন। এই ইস্যুটা যত তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে ততো যে কারখানাগুলো বন্ধ আছে সেটা খোলার মধ্যে অনেকটা সুবিধা পাওয়া যাবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এর জন্য কমিটি বানানো হয়েছে সেই কমিটি কাজ করছে সামান্য হলেও সার্থক হয়েছে পুরো সাকসেস তখনই হবে যখন টারিফ কমিশন lagu হবে। CONTINUE READING

    MORE NEWS – Malda বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার।

    মালদা:- বৃহস্পতিবার সন্ধ্যার ঝড়ে গাছের ডাল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। তার নাম মনা হালদার (৮০)। পুরাতন মালদা (Malda) সাহাপুর এক নম্বর বিমল দাস কলোনি এলাকায় বাড়ি তার। এদিন সন্ধ্যার দিকে তিনি ঝন্টু মোড় এলাকায় কাজে গেছিলেন। ওই সময় ঝড় উঠলে ইউক্যালিপটাস গাছের ডাল তার মাথার ওপর পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে (Malda) মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা, CONTINUE READING

    Dilip Ghosh নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ।

    Chakdah চাকদহ এসএফআই ডিওয়াইএফআই ছাত্র-যুব মিছিল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments