More
    Homeঅনান্যMurshidabad মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল গ্রাম 36 বছর বয়সী এক যুবকের মৃত্যু।

    Murshidabad মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল গ্রাম 36 বছর বয়সী এক যুবকের মৃত্যু।

    Today Kolkata:- মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানার মহুরুল গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর হাজিপুকুর পাড়া এলাকার মফিজুল সেখ নামে এক ব্যক্তি মৃত্যু হয় পরিবার সূত্রে খবর কি কারনে মারা গেছে তারা ক্যামেরার সামনে বলতে চাইছে না ঘটনাটি ঘটেছে তিনটে নাগাদ। ওই ব্যক্তিকে পরিবারের লোকজন নবগ্রাম নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে ডাক্তার। নবগ্রাম থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। কি কারনে মারা গেল মফিজুল তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।

    Murshidabad মুর্শিদাবাদের নবগ্রাম থানার মহুরুল গ্রাম 36 বছর বয়সী এক যুবকের মৃত্যু।

    MORE NEWS – হারিয়ে যাওয়া শিল্পীদের ফিরিয়ে আনতে সরিষা হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে যাত্রা উৎসব।

    Today Kolkata:- হারিয়ে যাওয়া শিল্পীদের ফিরিয়ে আনতে সরিষা হাই স্কুলের সাংস্কৃতিক মঞ্চে ডা: হা: ২ নম্বর ব্লকের উদ্যোগে ও সরিষা অঞ্চলের ব্যবস্থাপনায় আটদিন ব্যাপী যাত্রা উৎসবের আয়োজন করা হয়। সমাজ গঠনে হোক বা ভাঙ্গনের প্রতিবাদে মজার ছলে হোক বা দৃপ্ত কন্ঠের বার্তা। অভিনয় একমাত্র প্রতিবাদী হতে শেখায় সাধারণ মানুষকে। জোট বাঁধতে শেখায় নিজেদের প্রয়োজনে, অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া ধ্বংসস্তূপ থেকে নতুন করে সৃষ্টির দিশা দেখায় যাত্রা থিয়েটার। স্বাধীনতা পূর্ববর্তী হোক বা পরবর্তী সময় একাধিক অন্যায় ব্যভিচার নির্ভীক ভাবে তা উপস্থাপিত হয়েছে সমাজের চোখে। আজও যাত্রা প্রেমী মানুষেরা খোঁজেন এধরনের সকলের অন্তরালে ঘটে যাওয়া অথবা যেকোনো কারণেই হোক প্রকাশিত না হওয়া মানুষের জ্বলন্ত সমস্যা, অথবা তার থেকে পরিত্রাণের উপায়। প্রচন্ড অস্থির এ সময়ে শিশু-কিশোর-কিশোরীদের মানসিক বিকাশেও যাত্রা থিয়েটারের ভূমিকা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। CONTINUE READING

    MORE NEWS – Blood Donation Camp শীতলা পূজা উপলক্ষ্যে কুতুরিয়া গ্রামে রক্তদান শিবির।

    Today Kolkata:- শীতলা পূজা উপলক্ষ্যে শালবনী ব্লকের কুতুরিয়া গ্রামের গ্রামবাসীবৃন্দ এবং শীতলা পূজা কমিটির উদ্যোগে এবং জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের সহযোগিতায় বুধবার কুতুরিয়া জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির (Blood Donation Camp)। শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা, প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, প্রধান শিক্ষক অরুণাংশু দে, ব্লাড ডোনার্স ফোরামের নেতৃত্ব জয়ন্ত মুখার্জি, অসীম ধর, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, গ্রামীণ চিকিৎসক ডাঃহারাধন দুয়ারী প্রমুখ। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন জগন্নাথ পাত্র, সুরেশ মহাদন্ড, নেপাল ভূঞ্যা, শোভন দাস, রিন্টু দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐক্য মঞ্চের কর্ণাধার জগন্নাথ পাত্র। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments