More
    Homeজাতীয়NEET 2021: প্রকাশিত 'অ্যানসার কি', জেনে নিন ডাউনলোডের উপায়

    NEET 2021: প্রকাশিত ‘অ্যানসার কি’, জেনে নিন ডাউনলোডের উপায়

    প্রকাশিত হল সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট-স্নাতক) ‘অ্যানসার কি’। প্রার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ওয়েবসাইট ntaneet.nic.in থেকে ডাউনলোড করতে পারবেন।

    সর্বভারতীয় অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ‘অ্যানসার কি’ (NEET 2021 answer key) ডাউনলোডের উপায় :

    ১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ওয়েবসাইট ntaneet.nic.in-তে যান।

    ২) ‘অ্যানসার কি’ লিঙ্কে ক্লিক করন।

    ৩) লগইন সংক্রান্ত তথ্য দিন।

    ৪)  ‘অ্যানসার কি’ ডাউনলোড করুন।

    ৫) প্রয়োজনীয় নির্দেশিকা দেখুন।

    ৬) ‘অ্যানসার কি’ নিয়ে কোনও আপত্তি থাকলে চ্যালেঞ্জ করুন।

    ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, আগামী ১৭ অক্টোবর (রবিবার) রাত ন’টা পর্যন্ত ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা হচ্ছে। সেদিন রাত ১০ টা পর্যন্ত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা পেটিএমের মাধ্যমে সেই ফি দেওয়া যাবে। অনলাইনে টাকা দেওয়ার প্রসেসিং স্লিপ ছাড়া কোনও আপত্তি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। শুধুমাত্র অনলাইনেই ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করা যাবে। ‘অ্যানসার কি’ চ্যালেঞ্জের জন্য প্রার্থীদের ১,০০০ টাকা দিতে হবে।

    প্রাথমিকভাবে ১ অগস্টে এবারের নিট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল। যে পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে নিট পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন পড়ুয়াও। যদিও সোমবার সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments