More
    Homeআন্তর্জাতিকPakistan আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তানের ত্রাতা কি ভারত? প্রতিবেশী দেশের দিকে সাহায্যের...

    Pakistan আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তানের ত্রাতা কি ভারত? প্রতিবেশী দেশের দিকে সাহায্যের হাত নরেন্দ্র মোদীর?

    Today Kolkata:- Pakistan আর্থিক সঙ্কটের মুখে প্রতিবেশী পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনটাই মনে করছেন প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) প্রধান অমরজিৎ সিংহ দুলাত (Amarjit Singh Dulat)। তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকেই পাকিস্তানকে সাহায্য করতে পারে ভারত সরকার (Government Of India)। যা পড়শি দেশটিকে সঙ্কট থেকে বার করে আনবে।

    ভারত যে সঙ্কটের মুখে পাকিস্তানের পাশে দাঁড়াবে, সে সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাননি প্রাক্তন র প্রধান। তিনি জানান, তাঁর অনুমান, নরেন্দ্র মোদী (Narendra Modi) পাকিস্তানকে (Pakistan) সাহায্য করতে পারেন। প্রাক্তন র প্রধানের মতে , ভারতের বন্ধু দেশ আমেরিকার চেয়ে প্রতিবেশী পাকিস্তান অনেক নিকটে। তাই পাকিস্তানের দিকেই ভারতের মনোনিবেশ করা দরকার।

    আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় চিন, রাশিয়া এবং ইরানের সখ্য দেশগুলিকে ক্রমশ শক্তিশালী করে তুলছে বলেও জানিয়েছেন অমরজিৎ (Amarjit Singh Dulat)। তাঁর মতে, এই বিষয়ে ভারতের সতর্ক হওয়া উচিত। বিশ্ব অর্থভান্ডার পাকিস্তানকে (Pakisatan) অনুদান এবং ঋণ দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকেই দেশটির অর্থনৈতিক সঙ্কট চরমে পৌঁছেছে বলে অনুমান।

    সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে অমরজিৎ বলেছেন , ‘‘পাকিস্তানের সঙ্গে যে কোনও সময়, যে কোনও অবস্থাতেই আলোচনায় বসা যায়। আমাদের প্রতিবেশীকে আমাদেরই ব্যস্ত রাখতে হবে।’’ প্রসঙ্গত , পাকিস্তান (Pakistan) ঋণের দায়ে দেশটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। আটা, ময়দার জন্য হাহাকার করছেন মানুষ। এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক স্থিতাবস্থাও প্রশ্নের মুখে।

    Pakistan আর্থিক সঙ্কটের মুখে পাকিস্তানের ত্রাতা কি ভারত? প্রতিবেশী দেশের দিকে সাহায্যের হাত নরেন্দ্র মোদীর?

    Raj Bhaban নিশীথ প্রামাণিকের ওপর হামলা, হামলাকারীদের বিষয় কি পদক্ষেপ? নবান্নকে রিপোর্ট তলব রাজভবনের।

    MORE NEWS – আগেই হারিয়েছেন মন্ত্রীত্ব , এবার আর একটি গুরুত্বপূর্ণ পদ থেকে সরলেন পার্থ চট্টোপাধ্যায়।

    শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যদিও গত বছরের বাইশে জুলাই গ্রেফতার হওয়ার পর তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। কিন্তু মন্ত্রী পদ থেকে বিচ্ছিন্ন হলেও বেহালা পশ্চিমের বিধায়ক পদে এখনো রয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments