More
    Homeঅনান্যRamjibanpur Pourasova বেশ কিছু দিনের মধ্যেই পাল্টে যেতে চলেছে রামজীবনপুর পৌরসভার...

    Ramjibanpur Pourasova বেশ কিছু দিনের মধ্যেই পাল্টে যেতে চলেছে রামজীবনপুর পৌরসভার স্বাস্থ্য ব্যবস্থা।

    Today Kolkata:- খুব শীঘ্রই দুটি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র এবং একটি গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নতমানের সুযোগ সুবিধা পেতে চলেছে রামজীবনপুর পৌরসভা (Ramjibanpur Pourasova) এলাকার মানুষ। প্রসঙ্গত রামজীবনপুর একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেটি থেকে সেভাবে সুবিধা মিলছে না এলাকাবাসীদের। তার পাশাপাশি ওই ওই স্বাস্থ্য কেন্দ্রের যে সমস্ত পুরনো বিল্ডিং নিয়ে রয়েছে তা কিন্তু ভগ্নপ্রায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। হাসপাতালে পৌরসভার ডাস্টবিন থাকা সত্বেও যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। বেশ কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলা সফরে এসে একটি প্রশাসনিক রিভিউ মিটিং করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মিটিং থেকেই জনপ্রতিনিধিরা তাদের এলাকার সমস্যাও অভাব অভিযোগের কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

    সেই মিটিং-এ রামজীবনপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান কল্যান তেওয়ারি রামজীবনপুর পৌরসভার স্বাস্থ্য পরিকাঠামো কে উন্নত করার জন্য আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করেন রামজীবনপুর পৌরসভা এলাকায় একটিমাত্র স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। তবে সেই স্বাস্থ্য কেন্দ্র তে পরিসেবা খুব ভালো পাওয়া যায় না। চেয়ারম্যানের সমস্যার কথা শুনে সুস্বাস্থ্য কেন্দ্র ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রথমত তড়িঘড়ি শুরু হতে চলেছে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির প্রাথমিক কাজ।এ বিষয়ে রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যান তেওয়ারি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান রামজীবনপুর একটি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামজীবনপুর পৌরসভা এলাকার জন্য আরও দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন দিয়েছেন।

    Ramjibanpur Pourasova বেশ কিছু দিনের মধ্যেই পাল্টে যেতে চলেছে রামজীবনপুর পৌরসভার স্বাস্থ্য ব্যবস্থা।

    Dumdum দমদম নাগেরবাজার মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার।

    ইতিমধ্যেই আমরা সুস্বাস্থ্য কেন্দ্র গুলি তৈরীর জন্য উপযুক্ত স্থান নির্বাচনের কাজ শুরু করেছি। রামজীবনপুর গ্রামীণ ওয়ার্ড গুলিকে পরিষেবা দেয়ার জন্য একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে এবং তার পাশাপাশি বাকি ওয়ার্ড গুলিকে পরিচয় দেয়ার জন্য আরও একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য বিল্ডিং তৈরি করতে সময় লাগবে। আমরা খোজ চালাচ্ছি যদি কোন জায়গাতে ভাড়াবাড়ি পাই সেখান থেকে আমরা সুস্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা দেওয়া শুরু করব সাধারণ মানুষকে। তবে রামজীবনপুর পৌর এলাকার মানুষ তিনটি স্বাস্থ্যকেন্দ্র পেতে চলেছে। এর ফলে রামজীবনপুর ছড়াও রামজীবনপুর এর আশেপাশের এলাকার মানুষরা উপকৃত হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments