More
    Homeঅনান্যBamongola শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিলেন বামন...

    Bamongola শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিলেন বামন গোলা ব্লকের হেল্পার্স ইউনিয়ন।

    মালদাঃ- আট দফা দাবি নিয়ে মালদহের বামনগোলা (Bamongola) শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বামন গোলা ব্লকের ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। বুধবার দুপুরে বামন গোলা রবীন্দ্র মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়, সেই মিছিলটি সারা সদর এলাকা পরিক্রমা করার পর মালদা বামনগোলা ব্লকের শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিক খোকন বৈদ্য এর হাতে ওই আট দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি তুলে দেন। কর্মীদের দাবি, জোরপূর্বক ভাবে আমাদের উপরে প্রশান্তিকর বলে একটি মোবাইল অ্যাপ চাপিয়ে দেওয়া হয়েছে। জেএফ অনেকেই মোবাইলে ব্যবহার করতে পারছেন না। পাশাপাশি ওই অ্যাপ ব্যবহার করার জন্য সরকার আমাদেরকে মোবাইল এবং রিচার্জ এর ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত কোনটি পাইনি। পাশাপাশি ব্লকের বিভিন্ন গ্রামে আইসিডিএস সেন্টার গুলো বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সেই সকল সেন্টারগুলোতে অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। এছাড়াও আরো বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে তাদের। এদিনের ওই কর্মসূচিতে জেলা ওই ইউনিয়নের সম্পাদিকা শিপ্রা চক্রবর্তী।

    Bamongola শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দিলেন বামন গোলা ব্লকের হেল্পার্স ইউনিয়ন।

    MORE NEWS – BJP ভারতীয় জনতা পাটীর ডাকে তৃণমূলের লাগামহীন বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ।

    মালদাঃ- ভারতীয় জনতা পাটীর (BJP) ডাকে তৃণমূলের লাগামহীন সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসা, খুন, ধর্ষন, মিথ্যা কেসে ফাঁসানো, চাকরি ক্ষেএে দুর্নীতি, গণতন্ত্র হত্যা সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ এবং ধিক্কার মিছিল সামিল হল মানিকচক বিজেপি নেতৃত্বরা। মঙ্গলবার সকাল নাগাদ মানিকচকের মথুরাপুর ব্যাঙ্ক মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গোটা মথুরাপুর পরিক্রমা করে আবারো ব্যাঙ্ক মোড়ে শেষ হয়। CONTINUE READING

    MORE NEWS – Shyamnagar Station শ্যামনগর স্টেশনের শিব মন্দির উচ্ছেদে বাধা পেয়ে পিছু হটল রেল প্রশাসন।

    Today Kolkata:- শ্যামনগর স্টেশনের (Shyamnagar Station) এক নম্বর প্ল্যাটফর্মের বহু প্রাচীন শিব মন্দির উচ্ছেদে বাধা পেয়ে পিছু হটল রেল প্রশাসন। এদিন বেলায় এই পি এফ এবং রেল অধিকারিকরা ওই মন্দির উচ্ছেদ করতে আসে। হকার ভাইদের বাধা পেয়ে পিছু হটল রেল প্রশাসন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments