More
    HomeখবরBJP ভারতীয় জনতা পাটীর ডাকে তৃণমূলের লাগামহীন বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ।

    BJP ভারতীয় জনতা পাটীর ডাকে তৃণমূলের লাগামহীন বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ।

    মালদাঃ- ভারতীয় জনতা পাটীর (BJP) ডাকে তৃণমূলের লাগামহীন সন্ত্রাস, ভোট পরবর্তী হিংসা, খুন, ধর্ষন, মিথ্যা কেসে ফাঁসানো, চাকরি ক্ষেএে দুর্নীতি, গণতন্ত্র হত্যা সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে এদিন পথে নেমে বিক্ষোভ এবং ধিক্কার মিছিল সামিল হল মানিকচক বিজেপি নেতৃত্বরা। মঙ্গলবার সকাল নাগাদ মানিকচকের মথুরাপুর ব্যাঙ্ক মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। গোটা মথুরাপুর পরিক্রমা করে আবারো ব্যাঙ্ক মোড়ে শেষ হয়। এদিনের বিক্ষোভ ও ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,মানিকচক ২৪ নম্বর জেডপি সভাপতি বিশ্বজিৎ মন্ডল, মহিলা মোর্চা সভানেএী পল্লবী মন্ডল, সুভাষ যাদব,পবিএ দাস, হরিদাস রায় সহ বিজেপি নেতৃত্ব। এদিনের বিক্ষোভ মিছিল থেকে রাজ্যে সরকারের বিরুদ্ধে উঠে স্লোগান।

    BJP ভারতীয় জনতা পাটীর ডাকে তৃণমূলের লাগামহীন বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ।

    MORE NEWS – Global warming বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেলে ভ্রমণ।

    Today Kolkata:- Global warming বাপন হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত রাধাকান্তপুর অঞ্চলের বাসিন্দা। ভ্রমণপিপাসু পরিবেশপ্রেমী যুবকটির ছোটবেলা থেকে বাইসাইকেল চালানোর প্রতি ছিল বিশেষ আকর্ষণ। বাপন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময়, প্রথম বাবার কাছ থেকে সাইকেল উপহার স্বরূপ পায়। এরপর তার বাহন কে সঙ্গী করে পথ চলা শুরু। একদিন মনে মনে ঠিক করল, সাইকেল চেপে দূর ভ্রমণে বের হবে। সাথে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দেওয়া, বৃক্ষরোপণ থেকে শুরু করে প্লাস্টিক মুক্ত পৃথিবী। প্রথমদিকে অনেক মানুষই তার এই দুঃসাহসিক অভিযান নিয়ে ব্যঙ্গ করেছিল। হার না মানা দৃঢ় প্রতিজ্ঞ এই যুবক, ঠিক করে ফেলেছিল যে অভিযান সম্পূর্ণ করবে। CONTINUE READING

    MORE NEWS – Paschim Medinipur বিজেপির পশ্চিম মেদিনীপুর যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ।

    Today Kolkata:- এসএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি র গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) যুব মোর্চার নেতৃত্বে কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। একজন সিবিআই সেজে আর একজন পার্থ চট্টোপাধ্যায় সেজে কোমরে দড়ি বেঁধে মিছিল করে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যুব মোর্চার নেতা আশীর্বাদ ভৌমিক, বিজেপি নেতা অরূপ দাস প্রমুখ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments