More
    HomeখবরPaschim Medinipur বিজেপির পশ্চিম মেদিনীপুর যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ।

    Paschim Medinipur বিজেপির পশ্চিম মেদিনীপুর যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ।

    Today Kolkata:- এসএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি র গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) যুব মোর্চার নেতৃত্বে কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। একজন সিবিআই সেজে আর একজন পার্থ চট্টোপাধ্যায় সেজে কোমরে দড়ি বেঁধে মিছিল করে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যুব মোর্চার নেতা আশীর্বাদ ভৌমিক, বিজেপি নেতা অরূপ দাস প্রমুখ। পুলিস বিক্ষোভ কারী দের হঠাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    Paschim Medinipur বিজেপির পশ্চিম মেদিনীপুর যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ।

    MORE NEWS – BSF ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ।

    মালদা, ২৪ মে:- ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ (BSF)। সোমবার গভীর রাতে গর্ভবতী এক মহিলাকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে ওই মহিলার প্রাণ বাচালো বিএসএফ (BSF) জওয়ানরা। মালদা জেলার মহদীপুর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে বারিবোনা গ্রামের বাসিন্দা মায়া মন্ডল (১৯)। স্বামী পঙ্কজ মণ্ডল পেশায় শ্রমিক। বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রসব যন্ত্রণা ওঠে মায়া মন্ডল এর। প্রত্যন্ত গ্রাম বারিবোনা এলাকা। সেখান থেকে হাসপাতালে পৌঁছানোর কোন উপায় না দেখে ওই মহিলার স্বামী বিএসএফের দ্বারস্থ হন। খবর পেয়ে মহদীপুর পোস্ট থেকে বিএসএফের ৭০ নং ব্যাটালিয়নের জাওয়ানরা একটি এম্বুলেন্স নিয়ে ওই মহিলার বাড়ির সামনে হাজির হন। গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গভীর রাতে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। CONTINUE READING

    MORE NEWS – Becharam Mamna শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ময়দান প্রাঙ্গনে ফুটবল উৎসব।

    Today Kolkata:- গ্রাম বাংলার ফুটবলে আরো গতি আনতে হুগলী জেলার সিঙ্গুর ক্লাবের ব্যবস্থাপনায় ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Mamna)  ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ক্লাব ময়দান প্রাঙ্গনে সপ্তাহ বেপিক এক ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল। এই ফুটবল উৎসবে হুগলী মোট ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে, ১৫ই মে এই ফুটবল উৎসব শুরু হয় এবং রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলা হয় উত্তরপাড়া নেতাজি ব্রিগেট (হুগলী) ও কলকাতার সারদান সমিতির মধ্যে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১/১ থাকার পর ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয় ৫/৪ ফলাফলের মধ্য দিয়ে, উত্তরপাড়া নেতাজি ব্রিগেট জয় লাভ করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments