More
    Homeঅনান্যBSF ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ।

    BSF ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ।

    মালদা, ২৪ মে:- ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ (BSF)। সোমবার গভীর রাতে গর্ভবতী এক মহিলাকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে ওই মহিলার প্রাণ বাচালো বিএসএফ (BSF) জওয়ানরা। মালদা জেলার মহদীপুর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে বারিবোনা গ্রামের বাসিন্দা মায়া মন্ডল (১৯)। স্বামী পঙ্কজ মণ্ডল পেশায় শ্রমিক। বিএসএফ (BSF) সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে প্রসব যন্ত্রণা ওঠে মায়া মন্ডল এর। প্রত্যন্ত গ্রাম বারিবোনা এলাকা। সেখান থেকে হাসপাতালে পৌঁছানোর কোন উপায় না দেখে ওই মহিলার স্বামী বিএসএফের দ্বারস্থ হন। খবর পেয়ে মহদীপুর পোস্ট থেকে বিএসএফের ৭০ নং ব্যাটালিয়নের জাওয়ানরা একটি এম্বুলেন্স নিয়ে ওই মহিলার বাড়ির সামনে হাজির হন। গর্ভবতী মহিলাকে অ্যাম্বুলেন্সে নিয়ে গভীর রাতে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সঠিক সময় চিকিৎসা পেয়ে প্রাণে বাঁচলেন গর্ভবতী মহিলা। অন্যদিকে ভোররাতে আরো এক মহিলার প্রশব যন্ত্রণা উঠলে তাকেও মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে মানবিক রূপ দেখান বিএসএফ জওয়ানরা।

    জানা গিয়েছে নাফিসা খাতুন (২৩)। বাড়ি গোলাপগঞ্জ ফাঁড়ির অন্তর্গত মিলিক সুলতানপুর এলাকায়। ভোর রাতে তারও প্রসব যন্ত্রণা উঠলে সীমান্ত এলাকায় কোনো যানবাহন না পেয়ে হতাশায় ভুগছিলেন পরিবারের লোকেরা। খবর পেয়ে বিএসএফ এর ৭০ নং ব্যাটালিয়ানের জওয়ানরা তাদের অ্যাম্বুলেন্সে করে ভোররাতে ওই মহিলাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রানের বাঁচান। একদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারা দিয়ে দেশমাতৃকার যেমন রক্ষা করছেন, অন্যদিকে দেশের মায়েরা যখন বিপদে পড়ছেন সন্তানের মত তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন বিএসএফ জওয়ানরা। বিএসএফের মানবিক রূপ দেখে কুর্নিশ জানিয়েছেন গ্রামবাসীরা।

    BSF ভারত-বাংলাদেশ সীমান্তে মানবিক বিএসএফ।

    MORE NEWS – English Bazar Thana আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    মালদা:- আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ (English Bazar Thana)। রবিবার রাতে মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় তাকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবতীর নাম ইয়াসমিন খাতুন। বাড়ি মালদা কালিয়াচক থানার ঘড়িয়াল চক এলাকায়। CONTINUE READING

    Global warming বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেলে ভ্রমণ।

    Goyalpokhor Thana কোটি টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পুলিস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments