More
    Homeঅনান্যGlobal warming বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেলে ভ্রমণ।

    Global warming বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেলে ভ্রমণ।

    Today Kolkata:- Global warming বাপন হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত রাধাকান্তপুর অঞ্চলের বাসিন্দা। ভ্রমণপিপাসু পরিবেশপ্রেমী যুবকটির ছোটবেলা থেকে বাইসাইকেল চালানোর প্রতি ছিল বিশেষ আকর্ষণ। বাপন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময়, প্রথম বাবার কাছ থেকে সাইকেল উপহার স্বরূপ পায়। এরপর তার বাহন কে সঙ্গী করে পথ চলা শুরু। একদিন মনে মনে ঠিক করল, সাইকেল চেপে দূর ভ্রমণে বের হবে। সাথে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বার্তা দেওয়া, বৃক্ষরোপণ থেকে শুরু করে প্লাস্টিক মুক্ত পৃথিবী। প্রথমদিকে অনেক মানুষই তার এই দুঃসাহসিক অভিযান নিয়ে ব্যঙ্গ করেছিল। হার না মানা দৃঢ় প্রতিজ্ঞ এই যুবক, ঠিক করে ফেলেছিল যে অভিযান সম্পূর্ণ করবে।

    যেমন ভাবা তেমন কাজ, তার দু’জন অন্তরঙ্গ বন্ধু অভিজিৎ গিরি এবং অলোক হালদার কে সঙ্গী করে সাইকেল নিয়ে সুন্দরবন এলাকা থেকে কেদারনাথের উদ্দেশ্যে ২৫ শে এপ্রিল ২০২২ তারিখে রওনা দেয় এবং ২৩ শে মে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায়। এই দুঃসাহসিক অভিযান আরো চলতে থাকবে। তাদের এই সাইকেলে চড়ে পরিবেশ সচেতনতা প্রচার, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।

    Global warming বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপনের বার্তা দিতে সাইকেলে ভ্রমণ।

    MORE NEWS – Becharam Mamna শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ময়দান প্রাঙ্গনে ফুটবল উৎসব।

    Today Kolkata:- গ্রাম বাংলার ফুটবলে আরো গতি আনতে হুগলী জেলার সিঙ্গুর ক্লাবের ব্যবস্থাপনায় ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Mamna)  ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ক্লাব ময়দান প্রাঙ্গনে সপ্তাহ বেপিক এক ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল। এই ফুটবল উৎসবে হুগলী মোট ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে, ১৫ই মে এই ফুটবল উৎসব শুরু হয় এবং রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলা হয় উত্তরপাড়া নেতাজি ব্রিগেট (হুগলী) ও কলকাতার সারদান সমিতির মধ্যে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১/১ থাকার পর ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয় ৫/৪ ফলাফলের মধ্য দিয়ে, উত্তরপাড়া নেতাজি ব্রিগেট জয় লাভ করে। CONTINUE READING

    English Bazar Thana আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    Goyalpokhor Thana কোটি টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পুলিস।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments