More
    Homeঅনান্যEnglish Bazar Thana আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    English Bazar Thana আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    মালদা:- আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ (English Bazar Thana)। রবিবার রাতে মালদা শহরের ওমেন্স কলেজ রোড এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় তাকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবতীর নাম ইয়াসমিন খাতুন। বাড়ি মালদা কালিয়াচক থানার ঘড়িয়াল চক এলাকায়। কি কারনে মালদা শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত মহিলা তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ (English Bazar Thana)। সোমবার ধৃত মহিলাকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।

    English Bazar Thana আগ্নেয়াস্ত্রসহ এক যুবতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

    MORE NEWS – BREAKING NEWS সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি তথ্য মিত্রদের।

    Breaking News:- ডিজিটাল ইন্ডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য মিত্র কেন্দ্র গুলি। যা কিনা এক নামে সবাই চেনেন কমন সার্ভিস সেন্টার হিসেবে। 2007 সালে দিল্লির লালকেল্লা থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ডিজিটাল ইন্ডিয়া গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে তথ্য মিত্র কেন্দ্র গুলি চালু করেন। তারপর থেকেই সরকারের সহযোগী হিসেবে শহর কিংবা গ্রামাঞ্চলের আধার থেকে ই শ্রম সবকিছুই দায়িত্ব পড়ে এই তথ্য মিত্র কেন্দ্র গুলির উপর। কিন্তু দীর্ঘদিন কাজের পরেও পয়সা পাচ্ছেন না এই কমন সার্ভিস সেন্টার গুলি। এমনকি রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প থেকেও বাদ পড়ছে রাজ্যের তথ্য মিত্র কেন্দ্র গুলি। তথ্য মিত্র কেন্দ্র গুলিতে সঠিকভাবে, সমভাবে কাজের বন্টনের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে না বলেন অল বেঙ্গল সিএসসি ভেলু ইউনিয়ন। CONTINUE READING

    MORE NEWS – Ranaghat রানাঘাট শহরে স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব একটি মুর্তির আবক্ষ্য উন্মোচন করা হয়।

    Today Kolkata:- দীর্ঘ দিন ধরে নদিয়ার রানাঘাট (Ranaghat) শহরের প্রানকেন্দ্র কামারপাড়া মোড়ে রবিবার স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব একটি মুর্তির আবক্ষ্য উন্মোচন করা হয়।উল্লেখ্য রানাঘাট (Ranaghat) জি এন পি সি রোড সংজোগকারী এই রাস্তার নামকরন স্বামী বিবেকানন্দ সরনী থাকলেও তা এতদিন রানাঘাটের(Ranaghat) কোন সংস্কৃতি প্রেমী বা কোন সংগঠন স্বামীজির আবক্ষ্য মুর্তি প্রতিস্থাপন করতে পারে নি। অবশেষে আজ নতুন করে স্বামীজীর আবক্ষ্য মুর্তি উন্মোচন হল। মুলতঃ রানাঘাটের বিশিস্ট এক সমাজস্বেবী রাকেশ আলী তিনি সকলের সহজোগিতা নিয়ে এই মুর্তির আবরন উন্মোচন করার উদ্যোগ গ্রহন করেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments