More
    Homeঅনান্যRanaghat রানাঘাট শহরে স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব একটি মুর্তির আবক্ষ্য উন্মোচন করা...

    Ranaghat রানাঘাট শহরে স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব একটি মুর্তির আবক্ষ্য উন্মোচন করা হয়।

    Today Kolkata:- দীর্ঘ দিন ধরে নদিয়ার রানাঘাট (Ranaghat) শহরের প্রানকেন্দ্র কামারপাড়া মোড়ে রবিবার স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব একটি মুর্তির আবক্ষ্য উন্মোচন করা হয়।উল্লেখ্য রানাঘাট (Ranaghat) জি এন পি সি রোড সংজোগকারী এই রাস্তার নামকরন স্বামী বিবেকানন্দ সরনী থাকলেও তা এতদিন রানাঘাটের(Ranaghat) কোন সংস্কৃতি প্রেমী বা কোন সংগঠন স্বামীজির আবক্ষ্য মুর্তি প্রতিস্থাপন করতে পারে নি। অবশেষে আজ নতুন করে স্বামীজীর আবক্ষ্য মুর্তি উন্মোচন হল। মুলতঃ রানাঘাটের বিশিস্ট এক সমাজস্বেবী রাকেশ আলী তিনি সকলের সহজোগিতা নিয়ে এই মুর্তির আবরন উন্মোচন করার উদ্যোগ গ্রহন করেন। এই অনুসঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত কারগার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর, রাজ্য সভার সাংসদ আবীর রঞ্জন বিশ্বাস, রানাঘাট পুরসভার প্রধান কোশল দেব বন্দ্যোপাধ্যায় ও অন্যন্য বিশিস্টজন।

    উদ্যোগতাদের মুল উদ্দেশ্য স্বামীজীর চিন্তাধারাকে যুবসমাজের কাছে পৌছে দিতে তাদের একমাত্র লক্ষ্য। এদিন বিভিন্ন অনুসঠানের মধ্য দিয়ে এই অনুসঠান এবং এর পাশাপাশি অতিথি এবং বিশিস্টজনেদের সন্মান প্রদান করা হয় উদ্যোগতাদের পক্ষ্য থেকে। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ত্রিপুরায় শিক্ষা মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের কথা তুলে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন।

    Ranaghat রানাঘাট শহরে স্বামী বিবেকানন্দের পুর্নাবয়ব একটি মুর্তির আবক্ষ্য উন্মোচন করা হয়।

    MORE NEWS – Panihati 22 দিন ধরে নিখোঁজ থাকার পর গলাকাটা মৃতদেহ উদ্ধার পানিহাটি যুবকের।

    Today Kolkata:- গত 22 দিন ধরে নিখোঁজ ছিলেন পানিহাটি সুভাষচন্দ্র রোড এলাকার বাসিন্দা শুভজিৎ বোস, বাড়ির লোকের অভিযোগ ছিল শ্বশুরবাড়ির লোকজন তাকে আটকে রেখে তার ওপর অত্যাচার করছে, খড়দহ থানায় অভিযোগ করা সত্ত্বেও কোনোরকম কোনো সাহায্য পরিবারের লোকজন পাননি এমনটাই অভিযোগ তার পরিবারের লোকজনের, গতকাল শ্রীরামপুর থানার অন্তর্গত একটি পানশালার পেছনে জলাশয় থেকে গলা কাটা অবস্থায় শুভজিৎ এর মৃতদেহ উদ্ধার হয়, তারপরে সুজিতের বাড়ির লোকজনকে খড়দহ থানা থেকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন গিয়ে মৃতদেহ শনাক্ত করে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের ফাঁসি দাবি জানিয়েছেন শুভজিতের মা, CONTINUE READING

    Hili দীর্ঘ 50 দিনের পর আজ অবশেষে দোতলা বাড়ি স্থানান্তরিত হলো।

    Habibpur Thana বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিবপুর থানা এলাকায়।

    Khardaha Thana ভুয়ো রাজ্য কনস্টেবল পরীক্ষার্থীকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments