More
    Homeঅনান্যBecharam Mamna শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ময়দান প্রাঙ্গনে ফুটবল উৎসব।

    Becharam Mamna শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ময়দান প্রাঙ্গনে ফুটবল উৎসব।

    Today Kolkata:- গ্রাম বাংলার ফুটবলে আরো গতি আনতে হুগলী জেলার সিঙ্গুর ক্লাবের ব্যবস্থাপনায় ও রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার (Becharam Mamna)  ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ক্লাব ময়দান প্রাঙ্গনে সপ্তাহ বেপিক এক ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল। এই ফুটবল উৎসবে হুগলী মোট ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে, ১৫ই মে এই ফুটবল উৎসব শুরু হয় এবং রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলা হয় উত্তরপাড়া নেতাজি ব্রিগেট (হুগলী) ও কলকাতার সারদান সমিতির মধ্যে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১/১ থাকার পর ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয় ৫/৪ ফলাফলের মধ্য দিয়ে, উত্তরপাড়া নেতাজি ব্রিগেট জয় লাভ করে।

    এই ফাইনাল উৎসবকে ঘিরে মানুষের উন্মাদনা ছিলো চোখে পরার মতো। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অজিত ব্যানার্জী( I. F. A. সভাপতি), মাননীয় সংসদ প্রসূন ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার বিদেশ বোস, প্রশান্ত ব্যানার্জী, মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত ও আরো ক্রিয়া জগৎএর বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। খেলার মধ্যে আতশবাজির প্রদর্শনী ও রণপা নৃত্য যা দর্শক দের মন জয় করেছে।

    Becharam Mamna শ্রমমন্ত্রী বেচারাম মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় সিঙ্গুর ময়দান প্রাঙ্গনে ফুটবল উৎসব।

    MORE NEWS – BREAKING NEWS সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি তথ্য মিত্রদের।

    Breaking News:- ডিজিটাল ইন্ডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য মিত্র কেন্দ্র গুলি। যা কিনা এক নামে সবাই চেনেন কমন সার্ভিস সেন্টার হিসেবে। 2007 সালে দিল্লির লালকেল্লা থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ডিজিটাল ইন্ডিয়া গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে তথ্য মিত্র কেন্দ্র গুলি চালু করেন। তারপর থেকেই সরকারের সহযোগী হিসেবে শহর কিংবা গ্রামাঞ্চলের আধার থেকে ই শ্রম সবকিছুই দায়িত্ব পড়ে এই তথ্য মিত্র কেন্দ্র গুলির উপর। কিন্তু দীর্ঘদিন কাজের পরেও পয়সা পাচ্ছেন না এই কমন সার্ভিস সেন্টার গুলি। এমনকি রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প থেকেও বাদ পড়ছে রাজ্যের তথ্য মিত্র কেন্দ্র গুলি। তথ্য মিত্র কেন্দ্র গুলিতে সঠিকভাবে, সমভাবে কাজের বন্টনের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে না বলেন অল বেঙ্গল সিএসসি ভেলু ইউনিয়ন। CONTINUE READING

    Goyalpokhor Thana কোটি টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গোয়ালপোখর থানার পুলিস।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments