More
    Homeঅনান্যRatha yatra Tamluk তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন...

    Ratha yatra Tamluk তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী।

    Today Kolkata:- তমলুকের (Ratha yatra Tamluk) গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে এসে রথযাত্রার রীতিনীতি মেনেই জগন্নাথ দেব রাজপথে বেরানোর পূর্বে ঝাড়ু দিয়ে মার্জন করেন তাঁর পথ। এর পাশাপাশি আরতি দেখিয়ে নারকেল ফাটিয়ে রথের শুভ উদ্বোধন করেন।তিনি এদিন বলেন এখানে সনাতনীদের ব্যাপক উৎসাহ এই রথযাত্রাকে কেন্দ্র করে। এবং আমি এ বছরই নয় এর পূর্বেও সাত থেকে আট বছর ধরে এই মন্দিরে আসছি। তবে আজ কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর না দিয়েই তিনি বলেন আজ কোন পলিটিক্যাল নয় আজ শুধুমাত্র জয় জগন্নাথ। তবে রথের রশ্মি না টেনে শুধুমাত্র রথযাত্রার উদ্বোধন করেই তিনি এবং তড়িঘড়ি করেই বেরিয়ে যান মন্দির থেকে।

    Ratha yatra Tamluk তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী।

    Bidhan Chandra Roy ডাক্তার বিধান চন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মাননীয় গোপাল সাহা মহাশয়।

    Dr: Bidhan Chandra Roy আজ বাংলার রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্ম ও মৃত্যু দিন।

    MORE NEWS – সারা বাংলাদেশের করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়লেও, নমুনা পরীক্ষা বাড়ছে না।

    সারা বাংলাদেশের ঘরে ঘরে সর্দি-জ্বর-কাশির রোগী। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা দিচ্ছে। করোনা (Corona virus) আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়লেও নমুনা পরীক্ষা বাড়ছে না। এবারের করোনার উপসর্গও এগুলোই। ফলে অধিকাংশই শনাক্তের বাইরে থেকে যাচ্ছেন। কিন্তু নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ না থাকায় এদের সবাই আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এদের কেউই মাস্ক পরছেন না। জনসমাগম বেশি এমন স্থানে ঘোরাফেরা করছেন। ঘন ঘন হাত ধোয়া বা সামাজিক দূরত্বও রক্ষা করে চলছেন না। এ অবস্থায় প্রাণঘাতী এ ভাইরাস সামাজিক সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। CONTINUE READING

    MORE NEWS – গৌড়বঙ্গের নবীনবরণ নিয়ে অভিযোগ খারিজ করলেন খোদ অভিযোগকারী।

    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) নবীনবরণ নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ খারিজ করলেন খোদ অভিযোগকারী ছাত্র। শুভাশিষ মণ্ডল নামে জুওলজি বিভাগের ওই স্কলার নবীনবরণে আর্থিক তছরূপের অভিযোগ করেছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টিএমসিপি ছাত্রনেতা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শুভাশিষ মণ্ডল নামে ওই ছাত্র দাবি করলেন, তিনি আর্থিক তছরূপের অভিযোগই করেননি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments