More
    Homeঅনান্যHowrah Bali ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি রামনীতলা একটি...

    Howrah Bali ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি রামনীতলা একটি বাড়িতে।

    Today Kolkata:- ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি (Howrah Bali) রামনীতলা একটি বাড়িতে সন্ধ্যেবেলা গ্যাস লিক করে গ্যাস কোম্পানির ডিলারের লোকেরা গ্যাস্টটিকে ছাদে তুলে দিয়ে চলে যায় তারপরে ছড়ায় আতঙ্ক অবশেষে দমকলে খবর দেয়া হয়। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে লীগ হওয়া গ্যাস সিলিন্ডারটা পাশের একটি পুকুরে ফেলে দেয়া হয় প্রশ্ন উঠছে, গ্যাস ডিলার কেন ছাদের ওপর লিক হওয়া গ্যাসটি রেখে পালালো দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ না করলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল।

    Howrah Bali ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি রামনীতলা একটি বাড়িতে।

    Habibpur Thana হবিবপুর থানা অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের তুরিপাড়ায় যুবকের ঝুলন্তদেহ উদ্ধার।

    পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শহরের নয়াগঞ্জে তৎকালীন বর্ধমান রাজার আমলে বহু মন্দির স্থাপিত হয়।

    Dargiling দার্জিলিং এল জি এন এল এফ নেতার বাড়ি ভাঙচুর দোষী সাব্যস্ত করলো স্পেশাল কোর্টের বিচারপতি।

    MORE NEWS – আজ বাংলার রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্ম ও মৃত্যু দিন।

    সম্পর্ক দৃঢ় হোক রক্তের বন্ধনে’। আজ বাংলার রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায় (Dr: Bidhan Chandra Roy )এর জন্ম ও মৃত্যু দিন উপলক্ষে গ্ৰীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মহঃ সাইফুলের উদ্যোগে একটি রক্তদান কর্মসূচি পালন করা হয় ওয়ার্ড এর একটি বেসরকারি ভবনে। এই রক্তদান কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ব্যাক্তি রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আশিষ মাঝি, সমাজসেবী রাজেশ হোসেন, CONTINUE READING

    MORE NEWS – ভ্রাম্যমাণ ট্যাবলো নিয়ে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা।

    ২১ জুলাই কলকাতায় দলের শহিদ দিবসের সভা সফল করতে প্রায় ১৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রাম্যমাণ একটি ট্যাবলো নিয়ে এলাকা ঘুরে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা। জানা যায় শুক্রবার সকাল ১০ টা নাগাদ তুলসীহাটা থেকে কুশিদা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার পথযাত্রা করে জয়হিন্দ বাহিনীর সদস্যরা বাসিন্দাদের যোগ দেওয়ার আর্জি জানিয়ে ভ্রাম্যমাণ একটি ট্যাবলো নিয়ে যাত্রা করেন। এদিন ট্যাবলোর মাধ্যমে মাইক প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেয় কথা তুলে ধরেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments