More
    Homeঅনান্যHabibpur Thana হবিবপুর থানা অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের তুরিপাড়ায় যুবকের ঝুলন্তদেহ উদ্ধার।

    Habibpur Thana হবিবপুর থানা অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের তুরিপাড়ায় যুবকের ঝুলন্তদেহ উদ্ধার।

    মালদাঃ- হবিবপুর থানা (Habibpur Thana) অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের তুরিপাড়ায় যুবকের ঝুলন্তদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালে বাবা ও ছেলে দুইজনে বাড়িতে খাওয়ার জন্য বাবা ছেলেকে খাবার জন্য বললে ছেলে জানায় খাবেনা বলে বাড়ি থেকে বাইরে চলে যায়।বাড়িতে আত্মীয় থাকায় তার বাবা তার আত্মীয় বাড়ি যাবে বলে, বাসে উঠাতে গিয়ে খবর আসে তার ছেলে দিপঙ্ক বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি নিমগাছে গলায় গামছা জরিয়ে ঝুলে রয়েছে ইতিমধ্যে ছুটে যায় তার বাবা পটল সিংহ, খবর দেওয়া হয় হবিবপুর থানায় ঘটনাস্থলে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঝুলন্ত অবস্থায় দেহটিকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল নিয়ে আসে সেখান থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের বাড়ি শ্রীরামপুর অঞ্চলের তুরি পাড়া এলাকায় ওই যুবকের নাম দীপঙ্কর সিংহ বয়স (১৬) বাবা পটল সিংহ পেশায় কৃষিকাজ করে কি কারনে আত্মহত্যা করেছে দিপঙ্কর সিংহ তা সঠিকভাবে বলতে পারছেন না।

    Habibpur Thana হবিবপুর থানা অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের তুরিপাড়ায় যুবকের ঝুলন্তদেহ উদ্ধার।

    Hull divas হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো হুল দিবস।

    MORE NEWS – মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার পৌরসভা।

    মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় হাই ড্রেন দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার পৌরসভা। দুইদিন আগে জবরদখল তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপরেও হোটেল এবং অন্যান্য দোকান সরান নি ব্যবসায়ীরা। বুধবার সকাল দশটা নাগাদ নিজে দাঁড়িয়ে থেকে জেসিবি মেশিন দিয়ে উচ্ছেদ করা হয় হাইড্রেন দখলকারীদের। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রেনের উপর জবরদখল করে হোটেল, CONTINUE READING

    MORE NEWS – ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালালো বালুরঘাট পৌরসভা।

    বালুরঘাট পৌর (Balurghat Municipality )এলাকার ফুটপাত দখল করে অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছে। ফুটপাথ দখল থাকায় চলাফেরায় অসুবিধা হচ্ছে সাধারণ পথচারীদের। এবার ফুটপাত দখলমুক্ত করতে বালুরঘাট পৌরসভা (Balurghat Municipality )। বুধবার দুপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে অভিযান চালালো বালুরঘাট পৌরসভা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments