More
    Homeঅনান্যHull divas হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো হুল দিবস।

    Hull divas হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো হুল দিবস।

    মালদাঃ- হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো বৃহস্পতিবার ৩০শে জুন। দিনটি হুল দিবস (Hull divas) হিসেবে পরিচিত। ইতিহাস অনুযায়ী ১৮৫৫ সালে ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলনে নেমেছিল ভারতমাতার ২ আদিবাসী বীরযোদ্ধা সিধু ও কানু। সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন অনেকেই।সেই দিনটিকে স্মরন করে প্রতি বছর ৩০ জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়। সেই অনুযায়ী বৃহস্পতিবার সারা দেশজুড়ে দিনটিকে যথাযথ শ্রদ্ধার সাথে পালন করেন আদিবাসীরা। সিধু কানুর ছবিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই সঙ্গে তুলে ধরেন সিধু কানুর বীরত্বের কাহিনি।

    Hull divas হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো হুল দিবস।

    MORE NEWS – ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালালো বালুরঘাট পৌরসভা।

    বালুরঘাট পৌর (Balurghat Municipality )এলাকার ফুটপাত দখল করে অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছে। ফুটপাথ দখল থাকায় চলাফেরায় অসুবিধা হচ্ছে সাধারণ পথচারীদের। এবার ফুটপাত দখলমুক্ত করতে বালুরঘাট পৌরসভা (Balurghat Municipality )। বুধবার দুপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের নেতৃত্বে অভিযান চালালো বালুরঘাট পৌরসভা। এদিনের এই অভিযানে অশোক মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, CONTINUE READING

    MORE NEWS – স্কুল যাওয়ার রাস্তায় ভাঙা ব্রিজ, ব্রিজ সারাই এর দাবিতে পথ অবরোধ।

    স্কুল যাওয়ার রাস্তায় ভাঙা ব্রিজ। বহু পথ ঘুরে স্কুল পৌছাতে হয়। ব্রিজ সারাই এর দাবিতে পথ অবরোধ (Road strike)। এতদিন স্কুল বন্ধ ছিলো তাই ছাত্র,ছাত্রী রাও চুপ ছিলো। স্কুল খুলতেই তারা প্রতিবাদে নামে। একমাত্র যাতায়াতের রাস্তার ভাঙ্গা ব্রিজের মেরামতের দাবিতে চারবছর আগে পথ অবরোধ করেছিলো। তখন প্রশাসন আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়। তরপর করোনা সহ একাধিক কারনে স্কুল বন্ধ ছিলো। CONTINUE READING

    MORE NEWS – বকেয়া টাকা না দেওয়ায় ঠিকাদারের চোখে লঙ্কাগুঁড়ো ছেটাল শ্রমিক।

    দীর্ঘদিন ধরে কাজের বকেয়া টাকা দিচ্ছিল না ঠিকাদার। অবশেষে বুধবার সাত সকালে ওই ঠিকাদারকে শাস্তি দিতে তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালাল এক শ্রমিক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার রঙ্গীবসান গ্রামে। তবে অভিযুক্ত হামলাকারী শ্রমিক এই ঘটনার পরেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। সূত্রের খবর, মহিষাদলের রামবাগের বাসিন্দা মন্টু খাঁ (৬৩) দীর্ঘদিন ধরেই ঠিকাদারের কাজ করেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments