More
    Homeঅনান্যরথযাত্রা শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে পূজোর সূচনা করলো মালদা শহরের অনিক...

    রথযাত্রা শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে পূজোর সূচনা করলো মালদা শহরের অনিক সংঘ।

    Today Kolkata:- রথযাত্রা শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে পূজোর সূচনা করলো মালদা শহরের অনিক সংঘ। শুক্রবার সকালে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুঁটিপূজো ছাড়াও এদিন মন্দিরের কাঠামোর পূজা করা হয়। মালদা শহরের বিগ বাজেটের পুজো গুলোর মধ্যে এক নম্বর গভমেন্ট কলোনির অনিক সংঘের পুজো অন্যতম। প্রতিবছর নিত্যনতুন থিমের পুজো আকর্ষিত করে ভক্তদের। অনিক সংঘের পুজো দেখতে বহু মানুষের ঢল নামে। এ বছরও নতুন থিম আকর্ষণ করবে দর্শনার্থীদের দাবি উদ্যোক্তাদের।

    রথযাত্রা শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে পূজোর সূচনা করলো মালদা শহরের অনিক সংঘ।

    MORE NEWS – ভ্রাম্যমাণ ট্যাবলো নিয়ে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা।

    ২১ জুলাই কলকাতায় দলের শহিদ দিবসের সভা সফল করতে প্রায় ১৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রাম্যমাণ একটি ট্যাবলো নিয়ে এলাকা ঘুরে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা। জানা যায় শুক্রবার সকাল ১০ টা নাগাদ তুলসীহাটা থেকে কুশিদা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার পথযাত্রা করে জয়হিন্দ বাহিনীর সদস্যরা বাসিন্দাদের যোগ দেওয়ার আর্জি জানিয়ে ভ্রাম্যমাণ একটি ট্যাবলো নিয়ে যাত্রা করেন। এদিন ট্যাবলোর মাধ্যমে মাইক প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেয় কথা তুলে ধরেন। CONTINUE READING

    MORE NEWS – গৌড়বঙ্গের নবীনবরণ নিয়ে অভিযোগ খারিজ করলেন খোদ অভিযোগকারী।

    গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (Gourbanga University) নবীনবরণ নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ খারিজ করলেন খোদ অভিযোগকারী ছাত্র। শুভাশিষ মণ্ডল নামে জুওলজি বিভাগের ওই স্কলার নবীনবরণে আর্থিক তছরূপের অভিযোগ করেছিলেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টিএমসিপি ছাত্রনেতা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে শুভাশিষ মণ্ডল নামে ওই ছাত্র দাবি করলেন, তিনি আর্থিক তছরূপের অভিযোগই করেননি। CONTINUE READING

    MORE NEWS – হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো হুল দিবস।

    হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো বৃহস্পতিবার ৩০শে জুন। দিনটি হুল দিবস (Hull divas) হিসেবে পরিচিত। ইতিহাস অনুযায়ী ১৮৫৫ সালে ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলনে নেমেছিল ভারতমাতার ২ আদিবাসী বীরযোদ্ধা সিধু ও কানু। সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন অনেকেই।সেই দিনটিকে স্মরন করে প্রতি বছর ৩০ জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments