More
    Homeঅনান্যবারাসতের অতিহ্যশালী পুজো কমিটি ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত...

    বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় রথযাত্রার দিন।

    Today Kolkata:- করোনা আবহে গত দুবছর সেভাবে মানুষ দুর্গাপুজোয় পুজো প্যান্ডেল দর্শন করতে পারেনি। এবছর এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মানুষ আবার বেরোবে। এমনটাই আশা বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি বলে পরিচিত ৪-এর পল্লী দুর্গাপুজো কমিটির কর্মকর্তা রাহুল নাগের। ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় শুক্রবার রথযাত্রার দিন। খুঁটি পুজো শেষে রাহুল জানায় তারা এবার মায়ের চোখে স্বামী নারায়ণ মন্দিরের আদলে পুজো মণ্ডপ করছেন। পাশাপাশি পুজো উপলক্ষে একগুচ্ছ সামাজিক প্রকল্প তারা প্রত্যেক বছরের মত এবছরও করছেন।

    বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় রথযাত্রার দিন।

    Howrah Bali ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি রামনীতলা একটি বাড়িতে।

    Ratha yatra Tamluk তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী।

    Habibpur Thana হবিবপুর থানা অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের তুরিপাড়ায় যুবকের ঝুলন্তদেহ উদ্ধার।

    রথযাত্রা শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে পূজোর সূচনা করলো মালদা শহরের অনিক সংঘ।

    MORE NEWS – হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো হুল দিবস।

    হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের দমদমা এলাকায় পালিত হলো বৃহস্পতিবার ৩০শে জুন। দিনটি হুল দিবস (Hull divas) হিসেবে পরিচিত। ইতিহাস অনুযায়ী ১৮৫৫ সালে ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলনে নেমেছিল ভারতমাতার ২ আদিবাসী বীরযোদ্ধা সিধু ও কানু। সেই আন্দোলনে শহীদ হয়েছিলেন অনেকেই।সেই দিনটিকে স্মরন করে প্রতি বছর ৩০ জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়। CONTINUE READING

    MORE NEWS – নকল নাগরিকত্বের প্রমাণ পত্র বানিয়ে উচ্চ আয়ের উদেশ্যেই এই দেশে ঢোকে দুই বাংলাদেশী।

    হাওড়ার বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশের বাসিন্দা বিষয়ে বড়ো খুলাশা করলো হাওড়া সিটি পুলিশ। আজকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) দাবি করেন গত ২৩ শে জুন বাঁকড়া নয়াবাজ এলাকাতে দুজন বাংলাদেশী আশ্রয় নিয়েছে। এরপর তাদেরকে বাঁকড়া থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে তারা দুজনেই স্বীকার করে তারা বাংলাদেশী। তারা ত্রিপুরা হয়ে এই রাজ্যে ঢুকে ট্রেনে চেপে হাওড়ায় আসে। এই কাজে তাদেরকে শেখ রিপন নামে অপর এক বাংলাদেশী সাহায্য করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments