More
    Homeঅনান্যDoctor day সমাজ সেবী অজয় মিস্ত্রি গ্রামের মানুষদের জন্য দৃষ্টান্তমূলক সাহায্যের...

    Doctor day সমাজ সেবী অজয় মিস্ত্রি গ্রামের মানুষদের জন্য দৃষ্টান্তমূলক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

    Today Kolkata:- সমাজসেবিক অজয় মিস্ত্রি ১৯৮৯ সালে মানুষের সেবায় নিয়োজিত হন এবং প্রত্যেক সময়ই দুস্থ মানুষদের পাশে তিনি থাকেন। বিশেষ করে করনাকালে প্রত্যন্ত গ্রামের মানুষ যেখানে চিকিৎসা পায়নি সেখানে গিয়ে চিকিৎসা করছিলেন। যদিও পরিকাঠামো গত অভাবের জন্য সিদ্ধান্ত নেন বেশ কয়েকটি গ্রাম যেমন বাঁকুড়া, পুরুলিয়া ,ঝাড়গ্রাম , বালাসর এর আদিবাসী দের জন্য তিনি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন। এবং সেই মতো হিউমিনিটি ট্রাস্ট এর কর্ণধার অজয় মিস্ত্রি আজ ডক্টরস ডে (Doctor day) উপলক্ষে হিউম্যানিটি আরোগ্য নিকেতন খুললেন এই প্রত্যেকটি গ্রামে তিনি জানান 470 গ্রামে চব্বিশটি সেন্টার তিনি খুললেন যার মাধ্যমে এইসব গ্রামের মানুষজন বিনামূল্যে চিকিৎসা পাবেন ।বাচ্চা থেকে মহিলা পুরুষ সবার জন্যই এই চিকিৎসা ব্যবস্থা থাকবে এমন কি এখান থেকে ওষুধ পাবেন ।এখানকার আদিবাসী গ্রামবাসীরা গ্রামবাসীদের বক্তব্য তার এই পদক্ষেপে তারা খুশি যে মিস্ত্রি তাদের পাশে দাঁড়িয়েছেন।

    Doctor day সমাজ সেবী অজয় মিস্ত্রি গ্রামের মানুষদের জন্য দৃষ্টান্তমূলক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

    বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় রথযাত্রার দিন।

    ভ্রাম্যমাণ ট্যাবলো নিয়ে শহিদ দিবসে যোগদানে আহ্বান জানালেন তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সদস্যরা।

    Purba Medinipur Egra মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা সফরের আগেই তৎপর প্রশাসন।

    Dooars উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন এক যুবক।

    MORE NEWS – ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি রামনীতলা একটি বাড়িতে।

    ফের গ্যাস লিকের ঘটনা এবারে ঘটলো হাওড়ায় বালি (Howrah Bali) রামনীতলা একটি বাড়িতে সন্ধ্যেবেলা গ্যাস লিক করে গ্যাস কোম্পানির ডিলারের লোকেরা গ্যাস্টটিকে ছাদে তুলে দিয়ে চলে যায় তারপরে ছড়ায় আতঙ্ক অবশেষে দমকলে খবর দেয়া হয়। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে লীগ হওয়া গ্যাস সিলিন্ডারটা, CONTINUE READING

    MORE NEWS – রথযাত্রা শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে পূজোর সূচনা করলো মালদা শহরের অনিক সংঘ।

    রথযাত্রা শুভদিনে খুঁটি পূজার মধ্য দিয়ে পূজোর সূচনা করলো মালদা শহরের অনিক সংঘ। শুক্রবার সকালে ক্লাব প্রাঙ্গণে খুঁটি পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুঁটিপূজো ছাড়াও এদিন মন্দিরের কাঠামোর পূজা করা হয়। মালদা শহরের বিগ বাজেটের পুজো গুলোর মধ্যে এক নম্বর গভমেন্ট কলোনির অনিক সংঘের পুজো অন্যতম। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments