More
    Homeঅনান্যDoctor Day চিকিৎসক দিবস উপলক্ষে বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ...

    Doctor Day চিকিৎসক দিবস উপলক্ষে বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।

    Today Kolkata:- চিকিৎসক দিবস (Doctor Day) উপলক্ষে শুক্রবার বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন বিড়ার এম আর হাসপাতালের কর্ণধার ডঃ জাহিদুল সরকার, বারাসত পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা স্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলার ডাঃ বিবর্তন সাহা, বারাসত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল সহ বেশ কয়েকজন চিকিৎসক। এদিন ডঃ জাহিদুল সরকার জানান চিকিৎসা পরিষেবা নিয়েই সারা বছর মানুষের সেবা চালিয়ে যাচ্ছেন তাঁরা। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সকলকে চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর তাঁদের এই হাসপাতাল। এদিন ডাঃ বিবর্তন সাহা জানান ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষেই এদিন তারা বারাসত জেলা হাসপাতালের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

    Doctor Day চিকিৎসক দিবস উপলক্ষে বারাসত জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন।

    MORE NEWS – সমাজ সেবী অজয় মিস্ত্রি গ্রামের মানুষদের জন্য দৃষ্টান্তমূলক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

    সমাজসেবিক অজয় মিস্ত্রি ১৯৮৯ সালে মানুষের সেবায় নিয়োজিত হন এবং প্রত্যেক সময়ই দুস্থ মানুষদের পাশে তিনি থাকেন। বিশেষ করে করনাকালে প্রত্যন্ত গ্রামের মানুষ যেখানে চিকিৎসা পায়নি সেখানে গিয়ে চিকিৎসা করছিলেন। যদিও পরিকাঠামো গত অভাবের জন্য সিদ্ধান্ত নেন বেশ কয়েকটি গ্রাম যেমন বাঁকুড়া, পুরুলিয়া ,ঝাড়গ্রাম , বালাসর এর আদিবাসী দের জন্য তিনি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবেন। CONTINUE READING

    MORE NEWS – বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয় রথযাত্রার দিন।

    করোনা আবহে গত দুবছর সেভাবে মানুষ দুর্গাপুজোয় পুজো প্যান্ডেল দর্শন করতে পারেনি। এবছর এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মানুষ আবার বেরোবে। এমনটাই আশা বারাসতের অতিহ্যশালী পুজো কমিটি বলে পরিচিত ৪-এর পল্লী দুর্গাপুজো কমিটির কর্মকর্তা রাহুল নাগের। ৪১ তম বর্ষে তাদের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়, CONTINUE READING

    MORE NEWS – তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী।

    তমলুকের (Ratha yatra Tamluk) গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মন্দিরে এসে রথযাত্রার রীতিনীতি মেনেই জগন্নাথ দেব রাজপথে বেরানোর পূর্বে ঝাড়ু দিয়ে মার্জন করেন তাঁর পথ। এর পাশাপাশি আরতি দেখিয়ে নারকেল ফাটিয়ে রথের শুভ উদ্বোধন করেন।তিনি এদিন বলেন এখানে সনাতনীদের ব্যাপক উৎসাহ এই রথযাত্রাকে কেন্দ্র করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments