More
    HomeখবরRecruitment scam নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ? সন্দেহ প্রকাশ...

    Recruitment scam নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ? সন্দেহ প্রকাশ ইডি কর্তাদের।

    Today Kolkata:- Recruitment scam ‘ঋণ’ বাবদ কয়েক ধাপে টাকা দিয়েছেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh) । ইডি জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছেন সোমা চক্রবর্তী (Soma Chakrabarty)। ইডি (Enforcement Directorate) সূত্রে দাবি, এখনও পর্যন্ত এমন চার থেকে পাঁচটি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে , যেখানে সোমার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে। তাতেই ইডির সন্দেহ নিয়োগ দুর্নীতির টাকা এই ভাবেই অ্যাকাউন্ট বদল করে করে পৌঁছে দেওয়া হয়েছে প্রভাবশালীদের কাছে। তাই ঋণের তত্ত্ব মানতে নারাজ ইডি (Enforcement Directorate)।

    ২০২০ সালের পর থেকে সোমা চক্রবর্তীর (Soma Chakrabarty) অ্যাকাউন্টে টাকা এসেছে। তবে সেই টাকা আবার সরানো হয়েছে অন্য অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টগুলো এবার ইডির (Enforcement Directorate) নজরে। ইডি সূত্রে খবর, শুধু সোমা নন , এমন আরও বেশ কয়েকজনকে ইতিমধ্যে খতিয়ে দেখেছে ইডি, যাঁদের অ্যাকাউন্টে টাকা গেছে কুন্তলের (Kuntal Ghosh) থেকে। যা ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে সোমা (Soma Chakrabarty) দাবি করেছেন ঋণ বাবদ তিনি এই টাকা নিয়েছিলেন। তাহলে কি নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ হয়েছে ? এই বিষয়টিও ঘটতে পারে বলে মনে করছেন ইডি (Enforcement Directorate) কর্তাদের একাংশ।

    এমনকি এই সোমার (Soma Chakrabarty) মাধ্যমে কয়েক জন চাকরি প্রার্থীর সুপারিশও এসেছিল কুন্তলের (Kuntal Ghosh) কাছে , সেই তথ্য পেয়েছে ইডি। তবে নগদে লেনদেন নিয়ে মুখ খোলেননি সোমা। ইডি সূত্রে খবর , সোমার ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত আরও তথ্য দিতে বলা হয়েছে। ইডির তরফে দাবি , কুন্তলের (Kuntal Ghosh) ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.৫ কোটি টাকা এসেছে, আবার সেই টাকা বেরিয়ে গেছে বিভিন্ন অ্যাকাউন্টে। সেই লেনদেনের সূত্র ধরেই ইডি কর্তারা হদিশ পেয়েছেন এই সোমা চক্রবর্তীর (Soma Chakrabarty)। তারপরই তাকে তলব করা হয়েছিল।

    Recruitment scam নিয়োগ দুর্নীতির টাকা সাদা করার কৌশলে ব্যবসায় বিনিয়োগ? সন্দেহ প্রকাশ ইডি কর্তাদের।

    MORE NEWS – দক্ষিণবঙ্গে গরম হাওয়ার দাপট, দোলে কেমন থাকবে আবহাওয়া ?

    দক্ষিণবঙ্গে (South Bengal) গরম হাওয়ার দাপট। বেড়েছে দিনের তাপমাত্রা। ৩৫ ডিগ্রি ছুঁতে চলেছে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় হাওয়ার বদল। পশ্চিমের জেলা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী সাত দিন। পশ্চিমের শুকনো ও গরম বাতাস ঢুকছে এ রাজ্যে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments