More
    HomeখবরTripura Pratima Bhowmik মানিক নন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে প্রতিমা ভৌমিকই পছন্দ বিজেপি...

    Tripura Pratima Bhowmik মানিক নন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে প্রতিমা ভৌমিকই পছন্দ বিজেপি নেতৃত্বের।

    Today Kolkata:- Tripura Pratima Bhowmik নিজেকে পরিচয় দেন চাষির বেটি বলে। সমর্থক-সহকর্মীদের কাছে অবশ্য তিনি শুধুই ‘দিদি’। এক্কেবারে ধুলোমাটি থেকে রাজনীতি করে উঠে আসা শ্যামলা বরণের এই মেয়ে এখন কেন্দ্রীয় সরকারের (Crntral Government) মন্ত্রী। এখানেই শেষ নয়, ত্রিপুরা (Tripura) জুড়ে জল্পনা, মানিক সাহা নন, ধনপুরজয়ী প্রতিমা ভৌমিককেই নাকি মুখ্যমন্ত্রী পদে বেশি পছন্দ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অবশ্য, তার পিছনে কারণও আছে বিস্তর।

    হাওয়াই চটি নিয়ে তাঁকে প্রশ্ন করতেই উত্তর আসে, “না না, একেবারেই না। আমার কাছে হাওয়াই চপ্পল কোনও পাবলিসিটি স্টান্ট নয়। আমি যখন ক্লাস নাইনে উঠি, তখন প্রথম আমায় চপ্পল কিনে দেওয়া হয়। চপ্পল পরে খুবই আরাম, আর এটা টেকসই এবং সস্তা। আমরা তো চাষির বাড়ির মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে আমিই ছিলাম বড়। আমাদের কাছে টাকা থাকত না। তবে খাওয়া দাওয়ায় অসুবিধা হয়নি কখনও।”

    আগরতলায় প্রতিমা ভৌমিকের (Pratima Bhowmik) প্রতাকার্যালয়ে গেলে দেখা যাবে, কেন্দ্রীয় মন্ত্রীসুলভ কোনও চাকচিক্যই নেই সেখানে। নির্বাচনে জেতার পরে এসেছে বহু শুভেচ্ছোবার্তা, ফুল-মিষ্ট। সে সব তো আছেই। তবে সবচেয়ে বেশি যা চোখে পড়ে, তা হল সাদামাটা একটা জীবনযাপন। পরনে একটা সাধারণ সুতির শাড়ি। আঁচলটা খানিকটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ঢঙেই কাঁধ জুড়ে জড়ানো। আরও একটি বিষয়েও প্রতিমার সঙ্গে মিল রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তা হল হাওয়াই চপ্পল।

    Tripura Pratima Bhowmik মানিক নন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পদে প্রতিমা ভৌমিকই পছন্দ বিজেপি নেতৃত্বের।

    ক্রমশ দাপট দেখাচ্ছে Adeno Virus, রবিবারও অব্যাহত শিশু মৃত্যু।

    সাদা বা ঘিয়ে জমির সরু পাড় শাড়ি এবং পায়ে নীল-সাদা হাওয়াই চপ্পল বললেই যাঁর কথা মনে পড়ে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাংলার ‘দিদি’। মুখ্যমন্ত্রী হওয়ার আগে, তিনিও সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। এদিক থেকে দেখতে গেলে বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে তাঁর বাহ্যিক মিল একাধিক বিষয়ে। তবে কি, কোনও বিশেষ কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুসরণ করেন , প্রতিমা (Pratima Bhowmik) ?

    এরপরেই তিনি জানান, আসলে চপ্পল তাঁকে মাটির কাছাকাছি রাখে। নিজের শিকড়কে মনে করিয়ে দেয়। আর শাড়ি? শাড়ি এতটা সাদামাটা কেন? উত্তর আসে, “হ্যাঁ, অসমের বিজেপি সাংসদ কুইন ওঝা (Queen Ojha) আমার মায়ের মতো। তিনি আমায় মাঝেমাঝেই দামী শাড়ি উপহার দেন। কিন্তু আমি সাধারণ সুতির শাড়ি পরতেই পছন্দ করি। এটাই আমি। “

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments