More
    Homeঅনান্যRose garden শীতে বাগান ভরে গোলাপ ফুল দেখতে চান, রইল ৫ টি...

    Rose garden শীতে বাগান ভরে গোলাপ ফুল দেখতে চান, রইল ৫ টি টিপস।

    Today Kolkata:- ফুল পছন্দ করে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। নিজেদের একান্ত কিছূ মুহূর্ত স্মরণীয় করা থেকে শুরু করে যেকোনও অনুষ্ঠান ফুল ছাড়া অসম্পূর্ণ। তবে ফুলের মধ্যে গোলাপের নাম আসে একটু স্পেশালভাবেই। গোলাপের যেমন নিজস্ব এক অভিরূপ আছে, তেমনি এর শোভা সবাইকেই মুগ্ধ করে। গোলাপ মূলত শীতকালীন ফুল। শীতে বাড়ির ছাদে বা ব্যালকনিতে রং-বেরঙের ফুটে থাকা গোলাপ দেখতে কে না ভালোবাসে! তবে বাগানের ছাদ ভরে গোলাপ (Rose garden) পেতে চাইলে যত্ন শুরু করতে হবে এখন থেকেই। রইল গোলাপের যত্নের ৫টিপস। বর্ষার জল পেলেই গাছ তরতরিয়ে বাড়ে। এই সময় গাছের সঠিক বৃদ্ধির জন্য নিয়ম করে সার প্রয়োগ করতে হবে। বর্ষায় রাসায়নিক সার দিতে পারেন। NPK ১৯-১৯-১৯ ব্যবহার করতে পারেন। ১ লিটার জলে ১ চামচ NPK গুলে টবে দিন। এইভাবে ১৫ দিন পরপর দিতে হবে।

    বর্ষাকালে গোলাপ গাছে সহজেই পোকা ধরে খুব। ফাঙ্গাস লাগার সম্ভাবনাও বেড়ে যায়। তাই নিয়ম করে ছত্রাকনাশক আর কীটনাশক প্রয়োগ করতে হবে। ১৫ দিন পরপর ছত্রাকনাশক কোনও স্প্রে করুন। সাফ, ব্যাভিস্টিন স্প্রে করতে পারেন। তবে প্যাকেটের গায়ে লেখা দেখে নিন। সাধারণত ভোরবেলা বা সূর্য ডোবার পরে স্প্রে করাই ভালো। কিন্ত স্প্রে করার ৭ ঘণ্টার মধ্যে বৃষ্টি হলে, ফের স্প্রে করতে হবে। বাগান ভরা সুন্দর ফুল দেখতে হলে ছত্রাকনাশকের পাশাপাশি গাছে কীটনাশকও দিতে হবে। কাকা, রোগর, সোনাটা, থিটা ব্যবহার করতে পারেন। সপ্তাহে ১ দিন করে কীটনাশক দিতে হবে।

    Rose garden শীতে বাগান ভরে গোলাপ ফুল দেখতে চান, রইল ৫ টি টিপস।

    MORE NEWS – রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন নতুন ৮ মুখ।

    আজ রাজ্য মন্ত্রিসভায় (State Cabinet) করা হল বিরাট রদবদল। জায়গা দেওয়া হল ৮ নতুন মুখকে। বুধবার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়-সহ ৮ জন নতুন মুখ। বুধবার বিকেল ৪টে থেকে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো শুরু করেন। রাজভবনের থ্রোন হলে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন রাজভবনে শপথ নিতে হাজির হন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন, বীরবাহা হাঁসদা, বিপ্লব রায়চৌধুরী ও প্রদীপ মজুমদার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments