More
    Homeঅনান্যShailesh Pandey শৈলেশের দুটি ফ্ল্যাট থেকে ৮ কোটি ছাড়া আর কী কী...

    Shailesh Pandey শৈলেশের দুটি ফ্ল্যাট থেকে ৮ কোটি ছাড়া আর কী কী উদ্ধার হল? ঘনাচ্ছে রহস্য।

    Today Kolkata:- যতই যোগ করা হচ্ছে টাকার পরিমান যেন চড়চড়িয়ে বাড়ছে। ছাড়িয়ে গেল ৮ কোটি। আপাতত এসে থামল ৮ কোটি ১৫ লক্ষ টাকায়। হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পান্ডের (Shailesh Pandey) দু’টি ফ্ল্যাট থেকে মোট ৮ কোটি ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ এমনই দাবি কলকাতা পুলিশের৷ অবশ্য শুধু টাকাই নয়, এর সঙ্গে রয়েছে সোনা-হিরের সম্ভারও। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে মাঝেমধ্যেই মিলছে পাহাড় প্রমাণ টাকার হদিস। পুলিশ জানিয়েছে, শৈলেশের তিনটি বাড়িতে চলে তল্লাশি। রবিবার হাওড়ার অপ্রকাশ মুখার্জী লেনে শৈলেশের দ্বিতীয় ফ্ল্যাটে হানা দিয়ে মোট ৫ কোটি ৯৫ টাকা উদ্ধার করা হয়৷ এর আগে কলকাতা হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে শিবপুরেই আবাসনের পার্কিয়ে রাখা শৈলেশের গাড়ি থেকে ২ কোটি টাকা উদ্ধার করে পুলিশ।

    গাড়ির ভিতরে বিশেষ লকারে রাখা ছিল টাকা এই বিপুল পরিমাণ টাকা। উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে ৫০০ এবং ২০০০ টাকার নোট৷ এর পাশাপাশি ওই ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ নিয়মিত সেই দুটি অ্যাকাউন্ট থেকে লেনদেন চলত বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া জিনিসের তালিকা এখানেই শেষ নয়। পুলিশের তরফে এও জানানো হয়েছে, গত দু’ দিন তল্লাশি চালিয়ে হাওড়ার দু’টি ফ্ল্যাট থেকে বেশ কিছু গয়না, দু’টি ল্যাপটপ, একটি ট্যাব এবং ব্যাঙ্কের নথি মিলেছে৷ কিন্ত এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ পায়নি পুলিশ৷ খোঁজ চলছে শৈলেশের দুই ভাইয়েরও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার কারবারের অভিযোগ ছিল এই শৈলেশ পান্ডের নামে।

    Shailesh Pandey শৈলেশের দুটি ফ্ল্যাট থেকে ৮ কোটি ছাড়া আর কী কী উদ্ধার হল? ঘনাচ্ছে রহস্য।

    Uttarbanga ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যেতে পারেন হড়পা বানে মৃতদের বাড়ি।

    সেই মামলার সূত্রে অভিযান চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। সামনে আসে এই বিপুল টাকা, সোনা ও হীরে। পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলশ৷ বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সাদা করার কাজও সে জড়িত বলে দাবি গোয়েন্দাদের। এর আগে এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছেন ইডির আধিকারিক। গার্ডেনরিচের এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েও খাটের তলা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments