More
    Homeঅনান্যUttarbanga ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যেতে পারেন হড়পা বানে মৃতদের বাড়ি।

    Uttarbanga ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যেতে পারেন হড়পা বানে মৃতদের বাড়ি।

    Today Kolkata:- ভোর হতেই উত্তরবঙ্গ (Uttarbanga) সফরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    সোমবার জলপাইগুড়ির মালবাজারে পৌঁছবেন তিনি। রাত্রিবাস করবেন মাল শহর সংলগ্ন তেশিমলা গ্ৰাম পঞ্চায়েত এলাকার বেসরকারি রিসর্টে। দশমীতে বিসর্জনে মাল নদীতে হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।
    পরদিন ১৮ তারিখ মাল আদর্শ বিদ্যাভবন হাই স্কুলে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। বৈঠকে হাজির থাকবেন রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা। এরপর বৈঠক শেষে যাবেন মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে। এখন পর্যন্ত তেমনটাই পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফরের আগে মাল আদর্শ বিদ্যাভবন হাই স্কুলের পেছনের মাঠে তৈরি করা হয়েছে হেলি প্যাড।

    Jalpaiguri Malbazar মালবাজার সফরে মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন হড়পা বানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে।

    সেখানে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়েছে। তার আগে রবিবার একটি চপার নামিয়ে হেলিপ্যাডের পরীক্ষাও করা হয়। এছাড়া যে স্কুলে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে, এদিন সেই স্কুল এবং হেলিপ্যাডের জায়গা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকা আধিকারিকরা। সঙ্গে ছিলেন মালবাজারের এসডিও এবং ডিআইবির উচ্চপদস্থ আধিকারিকরাও। বৈঠকের দিন বিভিন্ন জায়গায় মোতায়েনের জন্য ইতিমধ্যেই দুই হাজারের বেশি পুলিশকর্মী আনা হয়েছে মালবাজারে। প্রসঙ্গত উল্লেখ্য, দশমীর রাতে মাল নদীতে আচমকাই হড়পা বানে আসে। ওইদিন বিসর্জন উপলক্ষে নদীর ধারে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য দর্শনার্থী। সেই সময় জলের তলে ভেসে মৃত্যু হয় ৮ জনের। নিখোঁজ হন আরও অনেকেই।

    Uttarbanga ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যেতে পারেন হড়পা বানে মৃতদের বাড়ি।

    Attari wagah border কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রায় ১০০ হিন্দু, নিপীড়নের অভিযোগ।

    Sudip Bandhyapadhya vs Tapas Roy ডোবারম্যান মানুষ নয়, কুকুরই হয়!’ আক্রমণের সুরেই তাপসকে জবাব সুদীপের।

    মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে সূত্রের খবর। অন্যদিকে মৃতদের পরিবারের তরফে চাকরির আবেদনের পাশাপাশি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা করা কথাও জানানো হবে বলে জানা গিয়েছে। এই বিপর্যয়ের পর রাজ্য এবং কেন্দ্রের তরফে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক আধিকারিক থেকে বিজেপি প্রতিনিধি দল ওই এলাকা ঘুরে গিয়েছেন। নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগও তোলা হয়েছে বিজেপির তরফে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments