More
    Homeঅনান্যShantipur Lebutala এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি শান্তিপুর লেবুতলা পাড়া এলাকার।

    Shantipur Lebutala এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি শান্তিপুর লেবুতলা পাড়া এলাকার।

    Today Kolkata:- এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি শান্তিপুর লেবুতলা পাড়া(Shantipur Lebutala) এলাকার। অভিযোগকারী গৃহবধূ, সঞ্জনা বিশ্বাসের অভিযোগ বেশ কিছুদিন ধরে তার স্বামী তার উপর অত্যাচার করে এবং তাকে বেধারক মারধর করে। সহ্য করতে না পেরে বাবার বাড়িতে আশ্রয় নেয়, সেখানেও তার বাবা এবং মা তাকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, এই ঘটনা আজ সকালেও ঘটে। শনিবার এই ঘটনায় শান্তিপুর থানার দারস্ত হয় অভিযোগকারী গৃহবধূ সঞ্জনা বিশ্বাস, এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শ্বশুর বাড়ি ও তার বাবার বাড়ির বিরুদ্ধে।

    Shantipur Lebutala এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ ঘটনাটি শান্তিপুর লেবুতলা পাড়া এলাকার।

    জেলা পরিষদের সহযোগিতায় বনমোহৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া সংহতি মঞ্চে।

    Krishna Kalyani বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রায়গঞ্জে তৃণমূল বিধায়ক তথা পিএসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ কল্যানী।

    Pioneeyar park পাইওনীয়ার পার্ক ময়দানে অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ রোপণ ও সৌন্দর্যায়ন অনুষ্ঠান।

    MORE NEWS – রাস্তার ধার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

    রাস্তার ধার থেকে এক বৃদ্ধের রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার জাড়া গ্রাম পঞ্চায়েত তাতালপুর গ্রামে (Tatalpur Gram)। মৃতের নাম সনাতন সাঁতরা বয়স প্রায় ৬০ বছর। বাড়ি চন্দ্রকোনার তাঁতালপুরে গ্রামের কোটালপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত সনাতন সাঁতরা তাঁর বাড়ি থেকে কিছু দূরে একটি বাজারে প্রতিদিনের মতো একটি হরিচালার পাশে রাতের বেলা ঘুমিয়ে থাকতে দেখে এলাকার মানুষজন। কিন্তু সাতসকালে পথচলতি সাধারণ মানুষ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। CONTINUE READING

    MORE NEWS – আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল।

    পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ ডেবড়া ব্লক তৃনমূল কংগ্রেস এবং ডেবড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান কে সফল করতে একটি বিশাল মিছিল এর আয়োজন করা হয়। ডেবড়ার পাঁচবেড়িয়া থেকে মিছিল শুরু করে চার কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাড়তলা বাজারে শেষ হয়। মিছিল শেষে মাড়তলা বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments