More
    Homeঅনান্যSSC সহ রাজ্যের নানা দুর্নীতির অভিযোগ তুলে খড়্গপুরের খরীদাতে অভিনব প্রতিবাদ।

    SSC সহ রাজ্যের নানা দুর্নীতির অভিযোগ তুলে খড়্গপুরের খরীদাতে অভিনব প্রতিবাদ।

    Today Kolkata:- এসএসসি (SSC) সহ রাজ্যের নানা দুর্নীতির অভিযোগ তুলে খড়্গপুরের খরীদাতে অভিনব প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তিতে আমরা বামপন্থীরা সংগঠনের সদস্যদের। আটক অনিল দাস সহ 3 জন। চরম উত্তেজনা খড়গপুর শহরের খরিদা বাজারে এলাকাতে পরে খড়গপুর টাউন থানার পুলিশ এসে প্রতিবাদ মঞ্চ ভেঙ্গে দিয়ে সরিয়ে দেয় আটকদের কে নিয়ে যাওয়া হয় খরগপুর টাউন থানা তে ব্যাপক উত্তেজনা খড়গপুর শহরের খরিদা বাজারে এলাকাতে।

    SSC সহ রাজ্যের নানা দুর্নীতির অভিযোগ তুলে খড়্গপুরের খরীদাতে অভিনব প্রতিবাদ।

    MORE NEWS – বাংলার পুলিশ প্রশাসনকে না জানিয়ে, বিহারের পুলিশ পরিচয় দিয়ে বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিল।

    মালদাঃ- বাংলার পুলিশ প্রশাসনকে না জানিয়ে গতকাল সন্ধে বেলা বিহারের পুলিশ পরিচয় দিয়ে একদল লোক মালদহের হরিশ্চন্দ্রপুর বিহার সীমান্তবর্তী সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের সহরাবহরা এলাকায় ঢুকে রাস্তার ধারে বসবাস করা দরিদ্র কুড়িটি পরিবারের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিল। ব্যাপক মারধর করলো ওই বাড়ি পরিবারগুলিকে। অভিযোগ বিহারের পুলিশের মার মুখে রক্ষা পায়নি আবাল বৃদ্ধবনিতা। অভিযোগের তীর এলাকার তৃণমূল নেতৃত্বের দিকে। রাস্তার ধারের জমি পজিশন ফাঁকা করতেই নাকি বিহারের পুলিশদের আমদানি করা হয়েছিল। ভাঙচুর চালিয়ে আবার বিহারে ফিরে যায় ভিন রাজ্য থেকে আসা পুলিশের দল। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা-জুড়ে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকার এক তৃণমূল নেতা এবং ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও। CONTINUE READING

    MORE NEWS – Paruria Rajpara প্রত্যেক গ্রামে গিয়ে তাদের সমস্যা সমাধান করছেন যুব সভাপতি গৌতম অধিকারী।

    Today Kolkata:- সামনে পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নের পথে ১১বছর পূরন হওয়ার ফলে ১১বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রচার । ডা: হা: ১নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারীর নেতৃত্বে পারুলিয়া অঞ্চলে (Paruria Rajpara) সকল মানুষের তাদের সমস্যা সমাধান করতে রাজপাড়া,শেখ পাড়া সহ প্রত্যেক পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হয়। সঙ্গে ছিলেন পম্পা হালদার সহ আরও অন্যান্য অঞ্চলের নেতা কর্মীরা। ডা:হা: ব্লক২ যুব সভাপতি গৌতম অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে সামনে রেখে এই অনুষ্ঠান করা হচ্ছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments