More
    HomeখবরSukanta Majumdar এপাং ওপাং ঝপাং - মুখমন্ত্রীর কবিতার লাইন তুলে তৃণমূলকে তির্যক...

    Sukanta Majumdar এপাং ওপাং ঝপাং – মুখমন্ত্রীর কবিতার লাইন তুলে তৃণমূলকে তির্যক ব্যঙ্গ সুকান্ত মজুমদারের।

    Today Kolkata:- এপাং ওপাং ঝপাং – এবার বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতা। না , অবাক হবেন না – সাগরদিঘী উপনির্বাচন (Sagar dighi By Election) সহ ত্রিপুরা বিধানসভা ভোটের (Tripura Assembly Election) ফলাফলের শতাংশের হিসেব তুলে ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

    ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সংগঠনকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সেই লক্ষ্যে প্রথম গোয়া এবং ত্রিপুরায় ঝাঁপিয়েছিল বাংলার শাসক দল৷ আজ ত্রিপুরার ফল প্রকাশ্যে আসতেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার।

    গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Assembly Election) আগেই পর্যদুস্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ত্রিপুরাতে ফুটল না জোড়া ফুল৷ নির্বাচন কমিশনের তথ্য অনুসারে , ত্রিপুরায় সাকুল্যে এক শতাংশ ভোটও পায়নি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তৃণমূলের তুলনায় নোটাতে ভোট পড়েছে বেশি৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবারে গেরুয়া ঝড় অব্যাহত।

    ৩৯ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় বিজেপি৷ যদিও লড়াই দিয়েছে বাম-কংগ্রেস জোট৷ উল্লেখযোগ্য ফল করেছে প্রথমবার ভোটে লড়া তিপ্রামোথা৷ তবে চব্বিশের লোকসভা ভোটের আগে বৃহস্পতিবারের ফলাফল সামনে আসার পর তৃণমূল (Trinamool Congress) কার্যত মুখ থুবড়ে পড়ল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments