More
    HomeখবরTripura Assembly 2023 ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন, মানিকের জয়ে স্বস্তি বিজেপি শিবিরে।

    Tripura Assembly 2023 ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন, মানিকের জয়ে স্বস্তি বিজেপি শিবিরে।

    Today Kolkata:- Tripura Assembly 2023 তাকেই ত্রিপুরায় মুখ করে কার্যত ভোটের প্রচার করেছে বিজেপি। নির্বাচনের আগে থেকেই প্রচারে উঠে এসেছে পোস্টার ব্যানারে নরেন্দ্র মোদি (Narendra Modi) মানিক সাহার (Manik Saha) সরকার। সেই মানিক সাহা ম্যাজিক দেখাবেন বলেই জল্পনা রাজনৈতিক মহলের। এবারে টাউন বড়দোয়ালী কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি। ফলে এই কেন্দ্রে মানিক সাহাকে নিয়ে বিজেপির প্রেস্টিজ ফাইট !
    গত বছরেই বিধানসভা উপনির্বাচনে এই কেন্দ্রে মানিক সাহা (Manik Saha) জয়ী হন ৷ হারিয়ে দেন কংগ্রেস প্রার্থী আশিস সাহাকে (Ashis Saha) ৷ যদি এবার বাম-কংগ্রেস জোট হয়েছে ৷ ফলে বিজেপির বিরুদ্ধে লড়াই কঠিন হয়েছে বলে মানছেন অনেকেই। তবে নিজের কেন্দ্রে জয় নিয়ে তিনি ভীষণ আশাবাদী ৷ তবে সেই আশা পূরণ বিজেপির (BJP)।

    Tripura Assembly 2023 ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন, মানিকের জয়ে স্বস্তি বিজেপি শিবিরে।

    Kabi Subhas Metro Station এই নিয়ে ৩ বার, ডেডলাইন ফেল করল নিউ গড়িয়া-রুবি মেট্রো ! কারণ কি? Dilip Ghosh “বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে ” – নিশীথ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। MORE NEWS – সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিকের শিক্ষক নিয়োগে আরও তোড়জোড় প্রাথমিক শিক্ষা সংসদের। সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত হবে সপ্তম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া। বীরভূম জেলার আবেদনকারী চাকরিপ্রার্থীদের নেওয়া হবে সপ্তম পর্যায়ের ইন্টারভিউয়ের প্রাধান্য। পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) বিজ্ঞপ্তি জারির আগেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। CONTINUE READING Adeno virus অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য সরকার , গাইডলাইন জারি স্বাস্থ্য দপ্তরের। MORE NEWS – রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর প্রসঙ্গে বিমান (Biman Banerjee) বলেন, রাজ্যপালের মধ্যে আমি কোনও পরিবর্তন দেখছি না। রাজ্যপালের সঙ্গে আমার কোনও বিরোধই নেই। উনি রাজ্যপাল। সাংবিধানিক পদে আছেন। সংবিধান মেনেই কাজ করবেন। এটাই প্রত্যাশিত। এর বাইরে আমাদের কোনও প্রত্যাশা থাকার কথা নয়। রাজ্য সরকার (State Government) সংবিধান মেনে কাজ করবে। রাজভবনও সংবিধান মানবে। এটাই প্রত্যাশিত। CONTINUE READING
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments