More
    HomeখবরSpeaker of Assembly রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে...

    Speaker of Assembly রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    Today Kolkata:- Speaker of Assembly রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর প্রসঙ্গে বিমান (Biman Banerjee) বলেন, রাজ্যপালের মধ্যে আমি কোনও পরিবর্তন দেখছি না। রাজ্যপালের সঙ্গে আমার কোনও বিরোধই নেই। উনি রাজ্যপাল। সাংবিধানিক পদে আছেন। সংবিধান মেনেই কাজ করবেন। এটাই প্রত্যাশিত। এর বাইরে আমাদের কোনও প্রত্যাশা থাকার কথা নয়। রাজ্য সরকার (State Government) সংবিধান মেনে কাজ করবে। রাজভবনও সংবিধান মানবে। এটাই প্রত্যাশিত।

    Speaker of Assembly রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    Speaker of Assembly রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    সম্প্রতি, তৃণমূলের (Trinamool Congress) মুখপত্র জাগো বাংলায় রাজ্যপাল আনন্দ বোসের (CV Anand Bose) সমালোচনা করে বলা হয়, বিজেপির গোপন অ্যাজেন্ডা পূর্ণ করার যে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) , বর্তমান রাজ্যপাল তাঁকেই দ্রুত অনুসরণ করতে শুরু করেছেন। জাগো বাংলায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগা নিয়েও আজ স্পিকারকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কোথায় কে, কী মন্তব্য করছেন, সেটা তার জানার বিষয় নয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”

    দিনহাটার ঘটনায় রাজ্য সরকারের (State Government) কাছে রাজ্যপালের রিপোর্ট তলব করার মধ্যেও কোনও ভুল দেখছেন না স্পিকার। দিনহাটা কাণ্ডে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যপালের রিপোর্ট চাওয়াকে কার্যত সমর্থন করে স্পিকার বিমান বন্দোপাধ্যায় বলেন, “রাজ্যপাল হোম ডিপার্টমেন্টের কাছে রিপোর্ট চাইতেই পারেন। এটা ওঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে।”

    Speaker of Assembly রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    Meghalaya Assembly 2023 মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে।

    Speaker of Assembly রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    Firhad Hakim “না পোষালে ছেড়ে দিন”, সরকারি কর্মচারীদের একাংশের মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন মেয়র ফিরহাদ হাকিম।

    যদিও, এই ঘটনায় তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়েছে, রাজ্যপাল শুধু নিশীথ প্রমাণিকের কথা শুনেই গোপন তদন্ত শেষ করলেন? রাজ্য প্রশাসনের বক্তব্য কেন শুনলেন না? বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু বা ধর্ষণে যুক্ত বিএসএফ জওয়ানকে নিয়ে কোন বক্তব্য নেই কেন ? এই আবহেই অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments