More
    HomeখবরPrimary Board West Bengal সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক...

    Primary Board West Bengal সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদের।

    Today Kolkata:- Primary Board West Bengal প্রাথমিকের শিক্ষক নিয়োগে আরও তোড়জোড় প্রাথমিক শিক্ষা সংসদের। সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত হবে সপ্তম পর্যায়ে ইন্টারভিউ প্রক্রিয়া। বীরভূম জেলার আবেদনকারী চাকরিপ্রার্থীদের নেওয়া হবে সপ্তম পর্যায়ের ইন্টারভিউয়ের প্রাধান্য। পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) বিজ্ঞপ্তি জারির আগেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর।

    তার জন্যই ইন্টারভিউ নেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা বাড়ানো হয়েছে বলে এই সূত্রের খবর। ৩০ মার্চের মধ্যেই ইন্টারভিউ (Interview) প্রক্রিয়া বেশিরভাগ অংশ শেষ করতে চায় পর্ষদ বলেই সূত্রের খবর। প্রাথমিক নিয়োগের সমস্ত প্রক্রিয়াই দ্রুত শেষ করতে চাইছে রাজ্য সরকার (State Governmen) ৷ এবারে প্রথম থেকেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত সতর্ক রয়েছে রাজ্য সরকার৷ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সাবধানী রয়েছে রাজ্য সরকার৷ তার মধ্যেই একে পর ধাপে চলছে ইন্টারভিউ প্রক্রিয়া৷

    Primary Board West Bengal সপ্তম পর্যায় ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদের।

    MORE NEWS – মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে।

    উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় রাজনীতি। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। গণনা শুরু হতেই প্রাথমিক যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে মেঘালয়ে বেশ ভালই ফল করছে তৃণমূল কংগ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী , ১৯টি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। বিশেষত , গারো হিলসের বেশিরভাগ আসনেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। শাসক দল NPP এগিয়ে রয়েছে ১২ টি আসনে। বিজেপি এবং কংগ্রেস দুজনেই এগিয়ে ৭ টি করে আসনে। CONTINUE READING

    MORE NEWS – “না পোষালে ছেড়ে দিন”, সরকারি কর্মচারীদের একাংশের মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন মেয়র ফিরহাদ হাকিম।

    মহার্ঘ ভাতা নিয়ে এ বার রাজ্য সরকারি কর্মচারীদের দাবিকে কাঠগড়ায় তুলে আক্রমণ শানালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে ‘আশ্রয় প্রকল্প’-এ বাড়ি উদ্বোধনের অনুষ্ঠানে নিজের বক্তৃতায় ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের দাবিকে আক্রমণ করেন ফিরহাদ (Firhad Hakim)। তিনি বলেন, ‘‘ডিএ নিয়ে এখন অনেক কথা হচ্ছে। মানুষের কাছে কোনটা প্রায়োরিটি (অগ্রাধিকার) হওয়া উচিত ? যারা অবহেলিত এবং বঞ্চিত, তাদের মুখে ভাত তুলে দেওয়া ? নাকি যারা অনেক পাচ্ছে তাদের আরও বেশি পাইয়ে দেওয়া ?’’ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments