More
    HomeখবরMeghalaya Assembly 2023 মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই...

    Meghalaya Assembly 2023 মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে।

    Today Kolkata:- Meghalaya Assembly 2023 উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় রাজনীতি। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। গণনা শুরু হতেই প্রাথমিক যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে মেঘালয়ে বেশ ভালই ফল করছে তৃণমূল কংগ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী , ১৯টি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল। বিশেষত , গারো হিলসের বেশিরভাগ আসনেই তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। শাসক দল NPP এগিয়ে রয়েছে ১২ টি আসনে। বিজেপি এবং কংগ্রেস দুজনেই এগিয়ে ৭ টি করে আসনে।

    মুকুল সাংমার নেতৃত্বে একাধিক নেতা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছে। মুকুল সাংমাকে মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। মেঘালয়ের একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বেড়েছে তেমনটাই দাবি করছে তৃণমূলে শীর্ষ নেতৃত্ব। তাঁকে মাথায় রেখেই ৫৬ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। যার মধ্যে মুকুল সাংমা নিজেই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেঘালয় বিধানসভা নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? আপাতত সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বাড়াতে একাধিক সভা করেছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisherk Banerjee)।

    Meghalaya Assembly 2023 মেঘালয়ে এগোচ্ছে তৃণমূল, কটা আসন পাবে তৃণমূল কংগ্রেস? সেই প্রশ্নই জোর চর্চায় রাজনৈতিক মহলে।

    Weather March মার্চেই দাপট তীব্র, শনি রবিবারের মধ্যে কোলকাতা তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রী।

    Nabanna নবান্ন’র বিরুদ্ধে ২.৩ লক্ষ কোটি টাকার হিসেব চেয়ে জনস্বার্থ মামলায় নতুন মোড়।

    Speaker of Assembly রাজ্যপালের সাথে আমার কোন বিরোধ নেই , সাপ জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

    ৭০০ বছরের পুরনো মমিতে ঘুমিয়ে আছে স্পিরিচুয়াল প্রেমিকা, নাছোড় যুবকের বায়নায় তাজ্জব পুলিশও

    মেঘালয় বিভিন্ন প্রান্তে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেস মেঘালয় সরকার গঠন করবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এক্সিট পোল অন্য কথা বলছে। তবে এক্সিট পোলের সমীক্ষায় গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, নির্বাচনের গণনা দিনই মেঘালয় পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়ী বিধায়কদের সংবর্ধনা জানানোর পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে মেঘালয় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisherk Banerjee)। আগামী দিনে মেঘালয়ের তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে ? তা জানা যাবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments