More
    HomeখবরAdeno virus অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য সরকার , গাইডলাইন জারি স্বাস্থ্য...

    Adeno virus অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য সরকার , গাইডলাইন জারি স্বাস্থ্য দপ্তরের।

    Today Kolkata:- Adeno virus অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য সরকার (Government Of West Bengal)। ক্রমাগত শিশু মৃত্যু আটকাতে পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই প্রসঙ্গে কয়েক দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন। ১. ভেন্টিলেটরের ব্যবস্থা রাখতে হবে। নার্সিং সুপারের নিয়মিত নজরদারি রাখতে হবে। ২. স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swapup Nigam) জানিয়েছেন, করোনার জন্যে কেনা ভেন্টিলেটরগুলিকে ব্যবহার করা হবে শিশুদের জন্য। ৩. করোনার জন্য প্রস্তুত ওয়ার্ড গুলিকে জ্বর সর্দি কাশি নিয়ে আসা শিশু এবং মায়েদের জন্য ব্যাবহার করা হবে। ৪. হেল্পলাইন নম্বর ও চালু করা হল: ১৮০০৩১৩৪৪৪ এই নম্বর ২৪ ঘণ্টা ব্যাপী চালু থাকবে।

    অ্যাডিনো ভাইরাস নিয়ে বিশেষ বৈঠকে আজ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাস্থ্য সচিবকে (Health Secretary) নিয়ে তিনি আজ বৈঠক বসেন নবান্নে (Nabanna)৷ অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্যই এই বৈঠকে আলোচনা চলে৷ কলকাতায় অ্যাডিনো ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করা হচ্ছে৷ এই বৈঠকের পরেই অ্যাডিনো ভাইরাস নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর (Department Of Health)।

    Adeno virus অ্যাডিনো ভাইরাস নিয়ে সতর্ক রাজ্য সরকার , গাইডলাইন জারি স্বাস্থ্য দপ্তরের।

    MORE NEWS – দীর্ঘক্ষণ বাদে Twitter একাউন্ট ফিরলেও বৃহত্তর ষড়যন্ত্রের তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

    হ্যাক হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। যদিও বিষয়টিকে হাল্কা ভাবে নিতে নারাজ তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তাই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এ বার সেই নিয়েই স্পষ্ট মত প্রকাশ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের শীর্ষ নেতৃত্ব ঘটনাটিকে খুব একটা লঘু করে দেখছে না, বরং এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ CONTINUE READING

    MORE NEWS – “বিজেপি পঞ্চায়েতে না লড়ে , ভয় দেখানো হচ্ছে ” – নিশীথ ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের।

    শনিবার দুপুর। কোচবিহারের (Coochbihar) দিনহাটার বুড়িরহাটে ধুন্ধুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে ‘হামলা’। বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। এ নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কথায়, ‘‘ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, যাতে আমরা নির্বাচনে না যাই, না লড়ি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments